খাদ্যপণ্যের দাম অত্যধিক বেড়ে যাওয়ায় ইরানের বিভিন্ন শহরে শুরু হয়েছে সরকারবিরোধী বিক্ষোভ। গত শুক্রবার থেকে চলমান এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন অনেকেই।
প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
গত সপ্তাহে গম আমদানির ওপর ভর্তুকি হ্রাস করে ইরান। ফলে ময়দার তৈরি বিভিন্ন খাদ্যের দাম ৩০০ শতাংশ বৃদ্ধি পায়। একইসঙ্গে ভোজ্যতেল ও দুগ্ধজাতসহ মৌলিক পণ্যের দাম বাড়ায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সরকার। এতে দেশটিতে বিক্ষোভের সূত্রপাত ঘটে। এ নিয়ে টানা এক সপ্তাহ ধরে দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে সেখানে মিছিল-সমাবেশ হচ্ছে।
ভাইরাল ভিডিও অনুযায়ী, ইরানের উত্তরাঞ্চলীয় রাশত, কেন্দ্রীয় ফারসান এবং উত্তর-পূর্বের নেশাবুর শহরে বিক্ষোভ করেন সাধারণ জনতা। এতে সেসব এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়।