দ্রুত নির্বাচন দাবি করে ইমরানের টুইট

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১২, ২০২২, ০৫:২৮ পিএম

দ্রুত নির্বাচন দাবি করে ইমরানের টুইট

ক্ষমতাচ্যুতির পর পাকিস্তানে অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। সোমবার জাতীয় পরিষদে শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার কয়েক ঘণ্টা পরই টুইটারে এ দাবি জানান তিনি।

ইমরান খান বলেন, “আমরা অবিলম্বে নির্বাচনের দাবি জানাচ্ছি। কারণ, এটিই এগিয়ে যাওয়ার একমাত্র উপায়। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণ কাকে প্রধানমন্ত্রী হিসেবে চায়, তাদেরকে সিদ্ধান্ত নিতে দিতে হবে।”

সাবেক প্রধানমন্ত্রী বলেন, “আমি চাই আমাদের সব মানুষ এগিয়ে আসুক। কারণ, পাকিস্তান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে সৃষ্টি হয়েছে, বিদেশি শক্তির পুতুল রাষ্ট্র হিসেবে নয়।”

ইমরান খানের দাবি, তাকে ক্ষমতা থেকে অপসারণ একটি বিদেশি ষড়যন্ত্রের অংশ। তিনি শাহবাজকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে অস্বীকার করেন।

উল্লেখ্য, সোমবার প্রতিনিধি পরিষদে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ।ভোটে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে ১৭২ জন সদস্যের সমর্থন লাগে, সেখানে তিনি পেয়েছেন ১৭৪ ভোট।

আর পড়ুন:

সরকারি কর্মচারীদের সুখবর দিলেন পাক প্রধানমন্ত্রী

Link copied!