নওয়াজ শরীফের ভিসা বাড়াবে না বৃটিশ সরকার

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৬, ২০২১, ০৪:৫৪ পিএম

নওয়াজ শরীফের ভিসা বাড়াবে না বৃটিশ সরকার

 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরীফের ভিসার মেয়াদ বাড়ানোর অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য সরকার। বৃহস্পতিবার (৫ আগস্ট)  মুসলিম লিগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

পিএমএল-এন পার্টির মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর মুহাম্মদ নওয়াজ শরীফের ভিসা আরো বাড়ানোর ব্যাপারে অপারগতা জানিয়ে বলেছে, তারা ইচ্ছে করলে অভিবাসন ট্রাইব্যুনালে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।’

 

জানা যায় ইতোমধ্যেই নওয়াজ শরীফের আইনজীবীরা ব্রিটিশ অভিবাসন ট্রাইব্যুনালে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করেছেন। যদিও করোনার কারণে আপিল নিষ্পত্তিতে এক থেকে দেড় বছর সময় লেগে যেতে পারে। আপিলের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আদেশ কার্যকর হবে না। এমতাবস্থায় নওয়াজ শরীফের যুক্তরাজ্যে অবস্থান করতে কোনো সমস্যা হবে না। 

 

এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, যুক্তরাজ্যের সরকার নওয়াজ শরীফের মেডিকেল ভিসার মেয়াদ বাড়ানোর অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এ অবস্থায় দুটি বিকল্প রয়েছে, এক- পাকিস্তান হাইকমিশন থেকে অস্থায়ী ভ্রমণের কাগজপত্র গ্রহণ করে পাকিস্তানে এসে তার মামলা মোকাবিলা করা। দুই- যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা।

 

চিকিৎসার জন্য দেশ ছাড়ার অনুমতি পাওয়ার পর নওয়াজ ২০১৯ সালের নভেম্বর থেকে লন্ডনে অবস্থান করছেন। গত বছরের ডিসেম্বরে দুটি মামলায় নওয়াজ শরীফ হাজির না হওয়ায় আদালত তাকে অপরাধী হিসেবে ঘোষণা করেন। পরে পাকিস্তান সরকার তার পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নেয়। 

 

জানা গেছে, নওয়াজ বৈধ ভিসা নিয়েই ব্রিটেনে বসবাস করছেন। এর মেয়াদ কবে শেষ হবে তা স্পষ্ট নয়।

 

Link copied!