নতুন করে ৯ দেশের ওপর সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৯, ২০২১, ০৪:১৫ পিএম

নতুন করে ৯ দেশের ওপর সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আবারও নতুন করে ৯টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। সৌদি আরবের  গণমাধ্যম ডেইলি গেজেটের  খবরে বলা হয়, নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলো হলো-ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও লেবানন।

কোনো প্রবাসীরা সৌদি আরবে আসার ১৪ দিন আগে এসব দেশ ভ্রমণ করতে পারবেন না বলেও সৌদি গেজেটের খবরে বলা হয়।

খবরে আরও বলা হয়, সৌদি সরকার  যে ৯টি  দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে, ওইসব দেশ থেকে প্রবাসীরা সরাসরি সৌদি আরবে আসতে পারবেন না। যদি কেউ ওই দেশগুলো থেকে সৌদি আরবে আসতে চান, তাদেরকে দুই সপ্তাহের জন্য অন্য কোনো দেশে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সৌদি আরবের পাসপোর্ট অধিদফতরের পরিচালকের বরাত দিয়ে সৌদি  গেজেট জানায়, তৃতীয় কোনো দেশে দু’সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার পর ওইসব দেশের নাগরিকেরা সৌদি আরব আসতে পারবেন।

সৌদি নাগরিক, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবার ছাড়া আর কেউ ওই ভ্রমণ নিষিদ্ধ দেশগুলো থেকে সৌদি আরবে আসতে পারবেন না।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ফেব্রুয়ারিতে ২০ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব। সৌদি সরকারের ওই সময়ের নিষেধাজ্ঞার আওতায়  এই ৯ দেশও ছিল।

 

সূত্র : সৌদি গেজেট

Link copied!