নতুন তালেবান সরকার ঘোষণা হবে আজ

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২১, ০৩:৪৬ পিএম

নতুন তালেবান সরকার ঘোষণা হবে আজ

 

আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা করা হতে আজ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর এই ঘোষণা আসতে পারে। এর আগে তালেবান তাদের সরকারে থাকবে এমন চারজনের নাম ঘোষণা করেছে।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ‘সরকার ঘোষণা হবে কবে তা তিনি স্পষ্ট করে বলতে পারবেন না। তবে, এটি অল্প কয়েক দিনের ব্যাপার’।

দেশটির রাজধানী কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে জমকালো অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সমাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তালেবানের কেন্দ্রীয় নেতা আহমাদুল্লাহ মুত্তাকি। ।

নতুন তালেবান সরকার কেমন হবে তার একটি ধারণা তালেবানরা ইতোমধ্যে দিয়েছে। তালেবান সরকারের গঠন অনুসারে সংগঠনটির সুপ্রিম লিডার হাইবাতুল্লাহ আখুনজাদা হবেন আফগানিস্তানেরও সুপ্রিম লিডার। তার অধীনে একজন প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি করবেন দেশ পরিচালনার কাজ।

হাইবাতুল্লাহ আখুনজাদাকে এখন পর্যন্ত জনসমক্ষে দেখা না গেলেও এক নির্ভরযোগ্য তালেবান সূত্র জানিয়েছে, তিনি এখন কান্দাহারে আছেন।

এদিকে নতুন তালেবান সরকারে কারা থাকবেন ইতোমধ্যে তাদের চারজনের নাম ঘোষণা করেছে তালেবান। তবে অন্যান্য  গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা থাকবেন সে নিয়ে আছে কল্পনা-জল্পনা। তবে এটি প্রায় নিশ্চিত যে তালেবানের সরকারে গুরুত্বপূর্ণ পদ পাবেন আখুনজাদার তিন ডেপুটি। তাদের একজন হলেন, তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব। তিনি বর্তমানে তালেবানের সামরিক শাখার দায়িত্বে আছেন। আরেক ডেপুটি হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজুদ্দিন হাক্কানিকেও দেখা যেতে পারে মন্ত্রিসভায়। এ ছাড়া তালেবানের অন্যতম সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদারও সরকারের গুরুত্বপূর্ণ পদ পাবনে।  

উল্লেখ্য, এর আগে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলো তালেবান। তারপর ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতে তারা ক্ষমতাচ্যুত হয়। ২০ বছর পর সেই মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের মাধ্যমে পুনরায় ক্ষমতায় আসছে তালেবান।

 

 

Link copied!