নাটকীয় ভোটে মার্কিন নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন ম্যাকার্থি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৩, ০৩:১২ পিএম

নাটকীয় ভোটে মার্কিন নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন ম্যাকার্থি

মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী কেভিন ম্যাকার্থি। টানা ১৪ বার না পারলেও ১৫তম বার ভোটাভুটিতে স্পিকার নির্বাচিত হন তিনি। ১৮৬০ সালের পর থেকে আমেরিকার ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি।

গতকাল শুক্রবার স্পিকার নির্বাচনে চতুর্থ দিনের অধিবেশন শুরুর আগে বিজয়ী হওয়ার ব্যাপারে সাংবাদিকদের কাছে আশাবাদ ব্যক্ত করেন ম্যাকার্থি। ওইসময় সাংবাদিকদের তিনি বলেন, ‘কিছু অগ্রগতি হয়েছে। আমরা সদস্যরা কথা বলেছি। নতুন কিছু হতে পারে।’

গতকাল রাতে স্পিকার নির্বাচিত হতে ব্যর্থ হন ম্যাকার্থি। এর আগে গত বৃহস্পতিবার নাগাদ তিন দিনে ১৩ দফা ভোটাভুটি হলেও স্পিকার নির্বাচনে ব্যর্থ হয় প্রতিনিধি পরিষদ। তবে শনিবার ১৫তম ভোটে শেষ হাসি হাসেন তিনি।

৪২৮ ভোটের মধ্যে কেভিন ম্যাকার্থি পেয়েছেন ২১৮ ভোট আর ডেমোক্র্যাট হাকিম জেফ্রিস পেয়েছেন ২১০ ভোট। শনিবার সকালে যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের স্পিকারের ভোটের ফল জানা যায়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রতিনিধি পরিষদকর্তা শেরিল জনসন বলেন, ‘অবশেষে, জনাব কেভিন ম্যাকার্থি সংখ্যাগরিষ্ঠ ভোটে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার নির্বাচিত হয়েছেন।’ 

এরপর রিপালিকান সদস্যরা দাঁড়িয়ে ম্যাকার্থিকে অভ্যর্থনা জানান। সবাই ‘ইউএসএ, ইউএসএ’ বলে স্লোগান দিতে থাকেন।

জয়ের পর তাৎক্ষণিক বক্তব্যে কেভিন ম্যাকার্থি বলেন, ‘আমার বাবা সবসময় আমাকে বলতেন, কীভাবে শুরু করলে তা বড় বিষয় নয়, শেষটা কেমন হলো সেটিই মুখ্য। এখন আমাদেরকে আমেরিকানদের জন্য শক্তপোক্ত একটা শেষ লড়াই করতে হবে।’

১৫তম স্পিকার ভোটে ডেমোক্রেটিক দলের স্পিকার ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হবেন রিপাবলিকান কেভিন ম্যাকার্থি।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ম্যাকার্থিকে অভিনন্দন জানিয়েছেন। বাইডেন বলেন, ‘আমেরিকার জনগণ চায়, তাদের নেতারা এমনভাবে নেতৃত্ব দিক যেন তাদের (জনগণের) প্রয়োজনটাই বাকি সবকিছুর ঊর্ধ্বে থাকে এবং এখন আমাদের সেটিই করণীয়।’

প্রতিনিধি পরিষদের আসনসংখ্যা ৪৩৫। এর মধ্যে রিপাবলিকানদের ২২২ ও ডেমোক্রেটিক পার্টির সদস্য ২১২। স্পিকার হতে ম্যাকার্থির প্রয়োজন ২১৮ ভোট। দলের বিদ্রোহী কট্টরপন্থী আইনপ্রণেতাদের সমর্থন ছাড়া তাঁর পক্ষে স্পিকার হওয়া সম্ভব নয়।

মার্কিন গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়,কট্টর রক্ষণশীল হিসেবে পরিচিত ট্রাম্পপন্থী ২০ রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাকার্থির বিরুদ্ধে অবস্থান নেন। অচলাবস্থা কাটাতে নিজ দলের বিদ্রোহীদের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসেন ম্যাকার্থি। তাঁদের কিছু দাবি–দাওয়াও মেনে নিয়েছেন তিনি। আর এর মাধ্যমে নিজের স্পিকার হওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত করেছিলেন। তবে আশা জাগিয়েও ১৪তম বারের মতো ব্যর্থ হন ম্যাকার্থি।

সিনএনএনের প্রতিবেদন অনুযায়ী, ১৪তম ভোটাভিুটিতে ২১৬ ভোট নিশ্চিত করতে পেরেছিলেন তিনি। শেষ মুহূর্তে কয়েকজন রিপাবলিকান সদস্য ভোট দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

এরপর অধিবেশন আগামী সোমবার পর্যন্ত স্থগিত রাখার প্রস্তাব উত্থাপন করা হয়। তবে তা নাকচ হয়ে যায়। পরবর্তীতে  ১৫তম বারের মতো ভোটাভুটিতে তিনি জয় পান।

সর্বশেষ এমন পরিস্থিতি  হয়েছিল ১৮৬০ সালে। তখন দাসপ্রথার মতো গুরুতর ইস্যু নিয়ে বিভেদ ছিল আইনপ্রণেতাদের মধ্যে। এবার যদিও তেমন কিছুই নেই। ১৮৬০ সালে ৪৪ বার ভোটাভুটির পর স্পিকার নির্বাচিত হয়েছিল।

Link copied!