নারীদের কর্মস্থলে ফিরতে তালেবানের আহবান

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৭, ২০২১, ০৭:১২ পিএম

নারীদের কর্মস্থলে ফিরতে তালেবানের আহবান

আফগানিস্তানের নারীরা তাদের হিজাব রক্ষা করে কর্মস্থলসহ সব কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন বলে ঘোষনা দিয়েছে তালেবান। পাশপাশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে ফিরে আসার আহবান জানিয়েছে দেশটিতে ক্ষমতায় আসা তালেবান গোষ্ঠী।

স্থানীয় সময় সোমবার (১৬ আগস্ট) কাতারের দোহা থেকে তালেবানের রাজনৈতিক দপ্তরের উপ-প্রধান আব্দুস সালাম হানাফি এ আহবান জানান।

তিনি জানান, আফগানিস্তানের নারী কর্মকর্তা ও কর্মচারীরা কোনো প্রকার শঙ্কা ছাড়াই তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে পারবেন। তবে তাদের হেজাব পরেই কাজ করতে হবে।’ তাদের কোনো প্রকার অসম্মান করা হবে না বলেও জানান তালেবানের এই নেতা। 

কাতারভিত্তিক আলজাজিরা টেলিভিশন চ্যানেলের  খবরে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিদেশি কূটনীতিক ও সেনাবাহিনীর সদস্যসহ সরকারি কাজে নিয়োজিত সব চাকরিজীবীকে কোনো ধরনের শঙ্কা ছাড়াই নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহবান জানান তালেবান নেতা আব্দুস সালাম হানাফি।

আল জাজিরার খবরে আরও বলা হয়, তালেবান নেতারা তাদের যোদ্ধাদের আফগান কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের বাসভবনে অনুপ্রবেশ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এ নিয়ে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, সাবেক আফগান সরকারের হয়ে কাজ করত বলে কাউকে হেনস্তা করা যাবে না।

রবিবার (১৫ আগস্ট) রাজধানী কাবুল দখলের পর সেখানে বিশৃঙ্খলার সুযোগে যারা জনগণের সম্পদ লুট করার চেষ্টা করছিল, তাদেরকে আটক করা হয়েছে বলে জানায় নতুন তালেবান প্রশাসন।

এদিকে, আলজাজিরার খবরে আরও বলা হয়, আফগান গোয়েন্দা বাহিনীর প্রধানসহ নিরাপত্তা বাহিনীর বেশ কিছু কর্মকর্তা সোমবার (১৬ আগস্ট) আমেরিকার বিমানে চড়ে কাবুল ত্যাগ করেছেন। তবে তারা কোথায় যাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত করতে পারেনি তালেবান প্রশাসন।

Link copied!