নিউইয়র্কে গত ৭ দিনে ২৫ বন্দুক হামলা, গুলিবিদ্ধ ২৭

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২, ২০২২, ০২:৪৭ পিএম

নিউইয়র্কে গত ৭ দিনে ২৫ বন্দুক হামলা, গুলিবিদ্ধ ২৭

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম অঙ্গরাজ্য নিউইয়র্কে বন্দুকধারীদের হামলা প্রতিনিয়ত বেড়েই চলছে।শুধমাত্র  নিউইয়র্ক শহরেই গত এক সপ্তাহে শুধু ২৫টি বন্দুক হামলায় ২৭ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তবে  গত বছরের তুলনায় শহরে অপরাধপ্রবণতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট।

প্রতিবেদনে বলা হয়,নিউইয়র্ক শহরে গণপরিবহনে অপরাধের ঘটনা ২০ দশমিক ৭ ভাগ বৃদ্ধি পেয়েছে।  ডাকাতির ঘটনা বেড়েছে গত বছরের তুলনায় ৪৮ দশমিক ১ ভাগ।  আর গাড়িতে চুরির ঘটনা বেড়েছে ৭৭ ভাগ। তবে বন্দুক হামলায় হত্যাকাণ্ড গত বছরের তুলনায় ৪০ ভাগ কমেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়।

মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে একটি বন্দুক ৭৩ বছর বয়স্ক এক বৃদ্ধ গুলিবিদ্ধ হয়। গত ২৭ মার্চ তিনি ম্যানহাটানের এইটথ এভিনিউ এর ৪০ স্ট্রিটের কাছে এক দোকানে লটারির টিকেট কেনার সময় এক ব্যক্তি দোকানে প্রবেশ করে তার ওয়ালেট ছিনিয়ে নিতে চেষ্টা করে। লোকটি ছিনতাইকারীকে ঠেকানোর মতো অবস্থায় ছিলেন এবং বাধার সম্মুখীন হয়ে সেখান থেকে কেটে পড়ে। 

তবে ওই বৃদ্ধ লটারিরে টিকেট কেনার  পর রাস্তা অতিক্রম করার সময় একই ছিনতাইকারী তার দিকে এগিয়ে আসে এবং তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে এলোপাতাড়ি লাথি মারতে থাকে এবং ওয়ালেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু লোকটি তার ওয়ালেট আঁকড়ে রাখতে সক্ষম হন। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। আক্রমণকারী দৌড়ে নিকটস্থ সাবওয়ের গেট দিয়ে নিচে নেমে যায়।

এছাড়া, গত শুক্রবার ব্রুকলিনের ব্রাউন্সভিল ডেকেয়ার সেন্টার থেকে তিন বছর বয়সী এক শিশু গুলিবিদ্ধ হয়। ওইদিন শিশুটির বাবা তাকে সন্ধ্যা ৬টার দিকে বাড়িতে ফিরিয়ে আনার সময় বন্দুকধারী এক ব্যক্তি তাকে গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।  

Link copied!