নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে বন্দুক হামলা, আহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৩, ২০২২, ০৪:১৫ এএম

নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে বন্দুক হামলা, আহত ১৬

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি সাবওয়েতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এক বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে ১৬ জন গুরুতর আহত হয়েছেন। নিউইয়র্কের ব্রুকলিন সাবওয়ে স্টেশনে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ।

 

নিউইয়র্কের ফায়ার সার্ভিস বিভাগের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র খবরে বলা হয়, সানসেট পার্কের ৩৬ নম্বর স্ট্রিট স্টেশনে স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ধোঁয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে গুলিতে আহত ব্যক্তি ও অবিস্ফোরিত ডিভাইস পাওয়া যায়। তবে কী ধরনের ডিভাইস পাওয়া গেছে তা পরিষ্কার নয়।

ইতিমধ্যে আহতদের ছবি সোশাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে। ওই সময়ে সাবওয়ে স্টেশনে যারা ছিলেন তারা আড়াল থেকে অনেকে ছবি বা ভিডিও তুলেছেন। টুইটারে তা পোস্ট করতে শুরু করেছেন তাঁরা।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে তদন্ত চলছে। বন্দুকধারীরা এখনও এলাকায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ব্রুকলিনের ফোর্থ অ্যাভেনিউ এবং থার্টি সিক্সথ স্ট্রিট এড়িয়ে চলাই ভাল। সেই সঙ্গে পুলিশ জানিয়েছে, কোনও সক্রিয় বিস্ফোরক বা সেই ধরনের ডিভাইস পাওয়া যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস‘র খবরে বলা হয়, টুইটারে যে ভিডিও ও ছবি পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে চারদিক রক্তে ভেসে গেছে। আহতদের সাহায্যে এগিয়ে এসেছেন অন্যান্যরা। ভিডিওতে ধোঁয়াও দেখা গেছে যা থেকে মনে হচ্ছে ঘটনাস্থলে কিছু পুড়ছে। এটা কোনোও জঙ্গি হামলা কিনা তা এখনও অফিসিয়ালি বলা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকে সেদিকেই ইঙ্গিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মূল অভিযুক্তের পরনে ছিল কনস্ট্রাকশন ওয়ার্কারের পোশাক এবং মুখে ছিল গ্যাস মাস্ক।

যুক্তরাষ্ট্রে  বন্দুক হামলার ঘটনা নতুন নয়।  মাঝেমধ্যেই ছোটখাটো হামলার কথা শোনা যায়। সেখানে ঘরে ঘরে বন্দুক রাখতে পারেন দেশের নাগরিকরা। বন্দুক হামলা প্রায়ই হয়।

Link copied!