নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে বন্দুক হামলায় আহতের সংখ্যা বেড়ে ৩০

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৩, ২০২২, ০৩:৫৪ পিএম

নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে বন্দুক হামলায় আহতের সংখ্যা বেড়ে ৩০

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাবওয়েতে বন্দুক হামলার ঘটনায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। নিউইয়র্কের ব্রুকলিন সাবওয়ে স্টেশনে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

নিউইয়র্কের ফায়ার সার্ভিস বিভাগের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র খবরে বলা হয়, সানসেট পার্কের ৩৬ নম্বর স্ট্রিট স্টেশনে স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ধোঁয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে গুলিতে আহত ব্যক্তি ও অবিস্ফোরিত ডিভাইস পাওয়া যায়। তবে কী ধরনের ডিভাইস পাওয়া গেছে তা পরিষ্কার নয়।

ইতোমধ্যে আহতদের ছবি সোশাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে। ওই সময়ে সাবওয়ে স্টেশনে যারা ছিলেন তারা আড়াল থেকে অনেকে ছবি বা ভিডিও তুলেছেন। টুইটারে তা পোস্ট করেছেন তারা।

যুক্তরাষ্ট্রে  বন্দুক হামলার ঘটনা নতুন নয়।  মাঝেমধ্যেই ছোটখাটো হামলার কথা শোনা যায়। সেখানে ঘরে ঘরে বন্দুক রাখতে পারেন দেশের নাগরিকরা। বন্দুক হামলা হয় প্রায়ই।

Link copied!