নিউইয়র্কের গভর্নরের পদত্যাগ করা উচিত: বাইডেন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৭, ২০২১, ১১:৩৫ পিএম

নিউইয়র্কের গভর্নরের পদত্যাগ করা উচিত: বাইডেন

নিউইয়র্ক গভর্নরের অ্যান্ড্রু কুমো’র বিরুদ্ধে আনা নারীদের যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হলে তার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার মার্কিন গণমাধ্যম এবিস ‘র এক সাক্ষাতকারে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে কুমো’র পদত্যাগ করা উচিত কিনা জানতে চাওয়া হয়। সেসময় প্রশ্নের জবাবে বাইডেন বলেন, এ  অভিযোগ প্রমাণিত হলে তাকে অবশ্যই পদত্যাগ করা উচিত।

ডেমোক্রেট দলের শক্তিশালী সদস্য অ্যান্ড্রু কুমো’র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর এটিই বাইডেনের সবচেয়ে কঠোর মন্তব্য।

গত মাস থেকে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে ৮ জন নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। এমন অভিযোগে তার পদত্যাগের দাবি জানিয়েছেন সিনেটররা। এই ঘটনায় কুমো নিউইয়র্কবাসীর ‘আস্থা হারিয়েছেন’ বলে মন্তব্য করেছেন তার রাজনৈতিক সহচর চাক শমার এবং কির্স্টেন গিলিব্র্যান্ড।

বিভিন্ন সময়ে ৬ জন নারী কুমোর বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে চুম্বন করা এবং শরীরের স্পর্শকাতর অংশে হাত দেয়ার অভিযোগ আনেন। এরই মধ্যে গত ১২ মার্চ নিউইয়র্কের এক নারী সাংবাদিক তার বিরুদ্ধে সরাসরি যৌন হয়রানির অভিযোগ তোলেন।

তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন নিউইয়র্ক গভর্নর। একই সঙ্গে তিনি পদত্যাগ করতেও অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, ‘যেসব অভিযোগ আনা হচ্ছে তার কিছুই আমি করিনি।’

সপ্তম অভিযোগটি আসার আগে শুক্রবার তিনি বলেন, ‘আমি কখনোই কাউকে হেনস্তা করিনি। কাউকে হয়রানি বা অনাকাঙ্ক্ষিত স্পর্শ করিনি।’

Link copied!