নিউইয়র্কের সুপারমার্কেটে তরুণের এলোপাতাড়ি গুলিতে নিহত ১০

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৫, ২০২২, ০৮:২৫ পিএম

নিউইয়র্কের সুপারমার্কেটে তরুণের এলোপাতাড়ি গুলিতে নিহত ১০

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৮ বছর বয়সী এক তরুণের বন্দুকের এলোপাতাড়ি গুলিতে ১০ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে নিউইয়র্কের বাফেলো শহরে এ ঘটনা ঘটে। হামলার পর ওই তরুণ পুলিশের কাছে আত্মসমর্পন করে। পুলিশ ওই তরুণের নাম এবং অন্যান্য তথ্য প্রকাশ করেনি।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি স্থানীয় সময় শনিবার বিকেলে শহরটির একটি সুপারমার্কেটে প্রবেশ করে। এরপর এলোপাতাড়ি গুলি শুরু করে। গুলি করার সময় ঘটনাটি সরাসরি অনলাইনে দেখানোর জন্য সে একটি ক্যামেরাও চালু রাখে। মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই জানিয়েছে, এ ঘটনাটি চরমমাত্রার উগ্রবাদের উদাহরণ। এফবিআই এর বাফেলো অফিসের ইনচার্জ স্টেফেন বেলোনিয়া বলেছেন, হামলার ঘটনার দুইভাবে তদন্ত করা হচ্ছে; একটি ঘৃণা থেকে সংগঠিত অপরাধ অন্যটি বর্ণবাদঘটিত অপরাধ। হামলাকারী একজন শ্বেতাঙ্গ তরুণ। যারা নিহত হয়েছে তাদের অধিকাংশই কৃষ্ণাঙ্গ। 

বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া জানিয়েছেন, সন্দেহভাজন ওই ব্যক্তি ঘটনাস্থলে পৌছানোর আগে কয়েক ঘন্টার যাত্রাপথে ছিলেন। এ ঘটনায় মোট ১৩ জন গুলিবিদ্ধ হয়। যার মধ্যে ১০ জন মারা গেছেন। সুপারমার্কেটে গোলাগুলির সময় উপস্থিত থাকা এক পুলিশ সদস্য হামলাকারীকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তবে দুর্ভাগ্যের বিষয়, হামলাকারীর পাল্টা গুলিতে তিনি নিহত হন। একজন প্রত্যক্ষদর্শী জানান, মনে হলো আর্মি স্টাইলে কেউ সুপারমার্কেটে ঢুকলো এবং গুলি চালানো শুরু করলো। কমপক্ষে ৭০টির গুলির শব্দ শোনা গেছে। সপ্তাহের ছুটি দিন হওয়ায় মার্কেটে জনসমাগম অন্যদিনের থেকে বেশি ছিলো।

পুলিশ জানিয়েছে, হামলায় একটি উচ্চ ক্ষমতার রাইফেল ব্যবহার করা হয়েছে। হামলার সময় ওই তরুণ তার দেহে আত্মরক্ষার বর্ম ও মাথায় হেলমেট পরে ছিলো। গোলাগুলি শেষে সে আত্মসমর্পন করে।

পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে ওই হামলাকারীর বিরুদ্ধে। ঘটনার নিন্দা জানিয়েছে হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাইডেনের স্ত্রী ফার্স্ট লেডি জিলি বাইডেন।  

Link copied!