আগস্ট ১৮, ২০২১, ০২:৪৪ পিএম
আফগানিস্তানের শাসন ক্ষমতা তালেবানের হাতে থাকলেও পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছেন।
মঙ্গলবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইট বার্তায় তিনি নিজেকে আফগানিস্তানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন।
প্রেসিডেন্ট আশরাফ গনি দেশত্যাগ করায় আফগানিস্তানের সংবিধান অনুযায়ি প্রথম ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।আর সেই নিয়মে সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে আফগানিস্তানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছেন।
টুইট বার্তায় আমরুল্লাহ সালেহ লেখেন,‘আফগানিস্তানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতি, পালিয়ে যাওয়া, পদত্যাগ করা কিংবা নিহত হলে প্রথম ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তী প্রেসিডেন্ট হবেন। বর্তমানে আমি দেশে আছি আর আমিই বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট। এজন্য সমর্থন এবং সহায়তা চেয়ে সকল নেতার কাছে পৌঁছানোর চেষ্টা করছি।’
সাবেক প্রেসিডেন্ট আমরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘রক্তপাত এড়াতে তিনি দেশত্যাগ করেছেন।
আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তার সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ টুইটার বার্তায় বলেছিলেন, ‘আমি কোনো অবস্থাতেই তালেবান সন্ত্রাসীদের কাছে মাথা নত করবো না।আমি আমার কমান্ডার, পথপ্রদর্শক ও বীর যোদ্ধা আহমদ শাহ মাসুদের রক্তের সাথে বেইমানি করতে পারবো না। আমি অমার লাখো অনুসারীদের হতাশায় ফেলতে পারি না।’
ক্ষমতা দখলের পর তালেবান যখন সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে তখন আফগানিস্তানের সাবেক এই ভাইস প্রেসিডেন্ট নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিলেন। এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।