নিরাপদে ফিরলেন চীনা নভোচারি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৫, ২০২৩, ০৮:৫০ পিএম

নিরাপদে ফিরলেন চীনা নভোচারি

চীনের মহাকাশ স্টেশন থেকে দেশটির নভোচারি ফেই জুনলং পৃথিবীতে নিরাপদে ফিরেছেন। মিশন সম্পূর্ণ সফল উল্লেখ করে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রবিবার এ খবর জানিয়েছে।

ফেই জুনলং নভোচারী ছয় মাস তিয়াংগঙ মহাকাশ স্টেশনে ছিলেন। সেখানে তিনি স্পেসওয়াকসহ নানা ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন।

এদিকে চীন গত সপ্তাহে প্রথম বেসামরিকসহ আরো তিন নভোচারিকে মহাকাশে পাঠিয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমকক্ষ হতে বিশে^র দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন সেনা পরিচালিত মহাকাশ কর্মসূচিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে।

Link copied!