নৈশভোজে ‘বন্ধু’ শি জিনপিংকে কী খাওয়ালেন পুতিন?

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২১, ২০২৩, ০৮:৫৮ এএম

নৈশভোজে ‘বন্ধু’ শি জিনপিংকে কী খাওয়ালেন পুতিন?

মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানিসহ পশ্চিমা দেশগুলোর উদ্বেগ আর সমালোচনার মধ্যেই  দুই দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো সফরে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় মঙ্গলবার (২১ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আনুষ্ঠানিক বৈঠকে বসছেন চীনা প্রেসিডেন্ট। আর  তাদের বৈঠকে ইউক্রেন যুদ্ধ বিষয়টি প্রাধান্য পাবে বলে জানা গেছে।

এর আগে, সোমবার রুশ প্রেসিডেন্ট ক্রেমলিনে প্রবেশ করে পুতিনের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় দুই নেতা একসাথে রাতের খাবার খান এবং দুয়েকটি কথা বলেন বলে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস’র প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই দেশের প্রেসিডেন্টের নৈশভোজে সাত প্রকারের খাবার ছিল। খাবারগুলোর মধ্যে ছিল, পূর্বাঞ্চলীয় সামুদ্রিক খাবার দিয়ে তৈরি একটি অ্যাপেটাইজার, কোয়েল ও মাশরুম দিয়ে তৈরি প্যানকেক, পাইয়ের সঙ্গে স্টার্জন মাছের স্যুপ এবং ডালিমের শরবত।

আর মূল খাবারের তালিকায় ছিল, চেরি সসের সঙ্গে হরিণের মাংস, পেচোরা নদী থেকে সংগৃহীত নেলমা মাছ (সাইবেরীয় সাদা স্যামন) ও সবজি। নৈশভোজের সমাপ্তি ঘটে পাবলোবা মিষ্টান্ন (ডেজার্ট) দিয়ে।

পুতিন ও শি জিনপিংয়ের নৈশভোজে পানীয় হিসেবে ছিল দুই ধরনের ওয়াইন। একটি ছিল ২০২০ সালে প্রস্তুতকৃত ‘ইস্ট স্লোপ’ এবং ‘ওয়েস্ট স্লোপ’। রাশিয়ার ডিভনোমরস্কয় এস্টেট ওয়াইন কোম্পানি এগুলো উৎপাদন করেছে।

Link copied!