ন্যটোর সদস্য হতে ইউক্রেনকে যেসব শর্ত পূরণের কথা বললেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১১, ২০২৩, ১২:২১ এএম

ন্যটোর সদস্য হতে ইউক্রেনকে যেসব শর্ত পূরণের কথা বললেন বাইডেন

সংগৃহীত ছবি

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো সদস্য পদ পাওয়ার জন্য ইউক্রেন এখনও প্রস্তুত নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার (১০ জুলাই) লিথুয়ানিয়ায় অনুষ্ঠেয় বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন ছাড়ার আগে মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরই মধ্যে লন্ডনে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে বৈঠক করেছেন। সেখান থেকে লিথুয়ানিয়ায় যাবেন বাইডেন। সোমবার (১০ জুলাই) দেশটির রাজধানী ভিলনিয়াসে অনুষ্ঠিত হবে ন্যাটোর বৈঠক।

ন্যাটো সদস্য হওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জোরালোভাবে চেষ্টা করে যাচ্ছেন। তবে বাইডেন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, “আমার মনে হয় না, ইউক্রেন ন্যাটোর সদস্য হওয়ার জন্য প্রস্তুত।” বাইডেনের এই মন্তব্যের পর ইউক্রেনের সদস্য হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে মনে করছেন আন্তির্জাতিক বিশ্লেষকরা।

বাইডেন বলেন, “ইউক্রেনের সদস্য হওয়ার জন্য আরো কিছুটা সময় লাগবে। তবে ইউক্রেনকে আশ্বস্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ যুক্তরাষ্ট্র তাদের সব ধরনের সাহায্য করে যাবে। ইসরায়েলকে যেভাবে সাহায্য করা হয়, সেভাবেই ইউক্রেনকে সাহায্য করা হবে।‍‍`‍‍`

সিএনএনকে দেওয়া সাক্ষাতকারে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “ইউক্রেনের ন্যাটোর সদস্য পদ পাওয়ার জন্য ন্যাটো নেতারা একটি যুক্তিসংগত পথ তৈরি করবেন। ন্যাটোর সদস্য পদ পেতে হলে দেশটিতে পুরোপুরি গণতন্ত্র প্রতিষ্ঠা করা ছাড়াও আরও কয়েকটি শর্ত পূরণ করতে হবে। তাছাড়া, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ন্যাটোর সদস্য পদ দেওয়ার ব্যাপারে ওয়াশিংটনের আগ্রহ নেই বলেও জানান বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ন্যাটোর সদস্য হতে গেলে সবকটি শর্ত পূরণ করতে হবে ইউক্রেনকে। সম্পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তাছাড়াও আরো বেশ কয়েকটি বিষয় আছে।”

এসময় তিনি আরও বলেন, “ইউক্রেনকে ন্যাটোর মধ্যে নিয়ে আসার অর্থ হলো, রাশিয়ার সঙ্গে সার্বিক যুদ্ধে জড়িয়ে পড়া।‍‍`‍‍`

Link copied!