ন্যাটো প্রক্সির মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়েছে: ল্যাভরভ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৬, ২০২২, ০৯:০২ পিএম

ন্যাটো প্রক্সির মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়েছে: ল্যাভরভ

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট-ন্যাটো প্রক্সির মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িত হয়েছে এবং সেই প্রক্সিকে অস্ত্র দিচ্ছে বলে মন্তব্য করেছন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। চলমান যুদ্ধ ইউক্রেনের সীমানা ছাড়িয়ে বাইরে চলে যেতে পারে বলেও তিনি হুশিয়ারি দেন। খবর: সিএনএন’র। 

গতকাল সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের এক অনুষ্ঠানে রুশ পররাস্ট্রমন্ত্রী ল্যাভরভকে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি এসব কথা বলেন।ল্যাভরভ বলেন, “এই ঝুঁকি এখন রয়েছে। এ বিপদটি অনেক গুরুতর, সত্যি। এটিকে আমাদের হালকাভাবে নিলে চলবে না।” 

তিনি বলেন, “ন্যাটো প্রক্সির মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িত হয়েছে এবং সেই প্রক্সিকে অস্ত্র দিচ্ছে। যুদ্ধ মানে যুদ্ধ।” 

এদিকে, চলমান যুদ্ধে রাশিয়াকে হারাতে এবং ইউক্রেনকে আরও অস্ত্র দিতে মঙ্গলবার জার্মানিতে বৈঠকে বসেছেন ৪০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা। ওই বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন নেতৃত্ব দিচ্ছেন। 

মার্কিন গণমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রীদের ওই বৈঠকের  আগে লয়েড অস্টিন বলেন, “তারা রাশিয়াকে দুর্বল দেখতে চান। এমন দুর্বল দেখতে চান যেখান থেকে রাশিয়া ইউক্রেনের মতো অন্য কোনো দেশের ওপর আক্রমণ করতে পারবে না।” 

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর এমন ঘোষণা দেওয়ার পরের দিন ৪০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন লয়েড অস্টিন। 

Link copied!