ন্যাটো: সুইডেন-ফিনল্যান্ডের যোগদানের বিষয়ে সমর্থন জানালো যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৩, ০২:০৬ পিএম

ন্যাটো: সুইডেন-ফিনল্যান্ডের যোগদানের বিষয়ে সমর্থন জানালো যুক্তরাষ্ট্র

ন্যাটোতে অন্তর্ভুক্তির ব্যাপারে তুরস্কের সাথে তীব্র টানাপোড়েন আছে সুইডেন-ফিনল্যান্ডের। এরই মধ্যে আবারও এ দুটি দেশের ন্যাটোয় যোগদানের বিষয়ে সমর্থন জানাল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তাদের প্রতি সমর্থনের কথা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস।

প্রাইস এ সময় সুইডেন, ফিনল্যান্ড ও তুরস্কের মধ্যে আলোচনার ওপরও গুরুত্ব দেন। তিনি বলেন, ফিনল্যান্ড ও সুইডেন জোটে যোগ দিতে প্রস্তুত। আনুষ্ঠানিকতা বা যৌক্তিকতা সবদিক বিবেচনায় তাদের আমরা জোটে দেখতে চাই। আমরা অবশ্যই মনে করি, কার্যকর সমাধানে পৌঁছাতে ফিনল্যান্ড, সুইডেন ও তুরস্কের মধ্যে আলোচনা হওয়া উচিত।

প্রসঙ্গত, ইউক্রেনের ন্যাটোতে যুক্ত হওয়ার প্রশ্নে বরাবরই আপত্তি জানিয়ে আসছে প্রতিবেশী রাশিয়া। এ নিয়ে যুদ্ধও চলছে দেশটিতে। রাশিয়া মনে করে, প্রতিবেশী ইউক্রেনসহ ইউরোপীয় কোনো দেশ নতুন করে ন্যাটোতো যুক্ত হলে ক্রেমলিনের ওপর তার নেতিবাচক প্রভাব পড়বে। এমনটি তারা মেনে নেবে না। এ পরিস্থিতিতে তুরস্কও সতর্ক অবস্থায় রয়েছে। ন্যাটো সদস্য হয়েও তারা অনেকটাই রাশিয়ার মিত্র। তারাও চায় না ইউরোপের নতুন কোনো দেশের ন্যাটোতে অন্তুর্ভুক্তি, বিশেষ করে সুইডেন ও ফিনল্যান্ডের যোগদান তারা মানবে না।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Link copied!