তৃণমূল ছাড়লেন দেবশ্রী রায়

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৬, ২০২১, ০৫:৫৭ পিএম

তৃণমূল ছাড়লেন দেবশ্রী রায়

জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূলের বিধায়ক দেবশ্রী রায় তৃণমূল ছেড়েছেন। সোমবার (১৫ মার্চ) দলটির রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি দিয়ে সব পদ থেকে অব্যাহতি চেয়েছেন দেবশ্রী। তৃণমূলের পক্ষ থেকে দুইবার দক্ষিণ ২৪ পরগনার রায়দীঘি থেকে বিধায়ক হন তিনি। কিন্তু এখন তিনি মনে করেন, দল তাকে ব্যবহার করেছে, সম্মান দেয়নি।

দেবশ্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মঙ্গলবার দেশটির গণমাধ্যম আনন্দবাজারকে বলেন, তৃণমূলের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চান না তিনি। তৃণমূলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করতে চান।

‘রাজনৈতিক সন্ন্যাস’ নেবেন কিনা, এ প্রশ্নের জবাবে দেবশ্রী বলেন, ‘টানা ১০ বছর মানুষের জন্য কাজ করেছি। সেটা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তবে বেশি করে অভিনয়ে ফেরার কথা ভাবছি। ওটাই আমার আসল জগৎ। এখনও সম্মানের সঙ্গে ডাক পাই।’

তিনি আরও বলেন, ‘দলের জন্য কী করিনি! দিদি (মমতা ব্যানার্জি) আমাকে মঞ্চে নাচতে বলেছেন, নেচেছি। পঞ্চকন্যা অনুষ্ঠানে রানিকে (অভিনেত্রী রানি মুখার্জি) এনে দিতে বলেছেন, দিয়েছি। কিন্তু দল আমাকে কী দিয়েছে? দুবার বিধায়ক হয়েছি। কিন্তু মন্ত্রিত্ব দূরের কথা, দল বা সরকারের কোনো কমিটিতেও জায়গা পাইনি।’

বিজেপিতে যোগ দেবেন কি না জানতে চাইলে দেবশ্রী বলেন, ‘এখনো কিছু ভাবিনি। অভিনয়ে ফেরার ইচ্ছা। কয়েকটা প্রস্তাবও পেয়েছি। তবে সম্মানের সঙ্গে কেউ ডাকলে ভেবে দেখব।’

সূত্র: আনন্দবাজার।

 

Link copied!