বুলগেরিয়ায় একটি পরিত্যক্ত ট্রাক থেকে এক শিশুসহ অন্তত ১৮ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এছাড়া ওই ট্রাক থেকে আরও বেশ কয়েক জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজধানী সোফিয়া থেকে ১২ মাইল (২০ কিমি) উত্তর-পূর্বে লোকর্স্কো গ্রামের কাছে পাওয়া ট্রাকটি অবৈধভাবে অভিবাসীদের পরিবহন করছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। ওই ট্রাকেই তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। আর ভাগ্যক্রমে নতুন জীবন পায় জীবিত উদ্ধার হওয়া আরও ২২ জন।
বুলগেরিয়ান সরকারের বরাত দিয়ে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, পরিত্যক্ত ওই ট্রাকের লোকেরা ঠাণ্ডা, ভেজা অবস্থায় ছিল এবং তারা কয়েকদিন ধরে কিছুই খায়নি বলে জানিয়েছেন বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী। এটিকে বুলগেরিয়ায় অভিবাসীদের সঙ্গে সম্পর্কিত সবচেয়ে মারাত্মক ঘটনা বলে মনে করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, পরিত্যক্ত ওই গাড়িটি প্রায় ৪০ জন অভিবাসীকে অবৈধভাবে পরিবহন করছিল বলে পুলিশ মনে করছে। এই ঘটনায় উদ্ধারকৃত জীবিতদের হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী আসান মেদঝিদিভ’র বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তালাবদ্ধ থাকাসহ ওই ট্রাকটিতে অক্সিজেনের অভাব ছিল। ভেতরে যারা ছিলেন তারা বেশ কয়েক দিন ধরে খেতে পায়নি।
প্রসঙ্গত, জীবনের মান উন্নয়নে প্রতিবছর তুরষ্ক থেকে বিপুল সংখ্যক লোক অবৈধভাবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রকেশের চেষ্টা করে থাকেন। একাজে মানবপাচারকারীরা রুট হিসেবে বুলগেরিয়াকে ব্যবহার করে থাকেন। আর বুলগেরিয়া সরকার তুরস্ক থেকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশে ওইসব চেষ্টাকারীদের ঠেকাতে কার্যত লড়াই করে যাচ্ছে।