পশ্চিমবঙ্গে আজ ‘হাইভোল্টেজ ফ্রাইডে’

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৫, ২০২১, ০৮:৩১ পিএম

পশ্চিমবঙ্গে আজ ‘হাইভোল্টেজ ফ্রাইডে’

একইদিনে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল-বিজেপি-বাম-কংগ্রেস-আব্বাস জোট। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে ২৯৪ আসনেই প্রার্থী তালিকা প্রকাশ করবেন, আর আগামী ৯ তারিখ ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর অনুযায়ী আসন বদল হতে পারে বেশ কিছু হেভিওয়েটের। তালিকার একটা বড় অংশে থাকতে পারে টলিউড স্টারেদের উপস্থিতি। যে কয়েকজন টলিউড স্টার দলে যোগ দিয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন হতে পারেন বিধানসভা নির্বাচনে প্রার্থী। সম্ভাব্য তালিকায় রয়েছে সায়নী ঘোষ,সোহম,রণিতা দাস,সুদেষ্ণা রায়, পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা কাঞ্চন মল্লিক'কে নিয়ে। টিকিট পেতে পারেন গায়িকা অদিতি মুন্সি। ফলে এবারও তাই টলিউড থেকে কারা কারা ভোটে লড়ার টিকিট পাচ্ছেন তা নিয়ে আগ্রহ রয়েছে সকলের।

টিকিট পেতে পারেন ক্রীড়া ক্ষেত্রের অনেকেই। নাম রয়েছে প্রাক্তন ফুটবলার বিদেশ বোস, মানস ভট্টাচার্য, গৌতম সরকার, প্রশান্ত বন্দোপাধ্যায়, মনোজ তেওয়ারির ও সৌমিক দে'র। অন্যদিকে মালা সাহা, পরেশ পাল, সোনালি গুহ টিকিট পাবার সম্ভাবনা কম। 

অন্যদিকে বাংলার প্রার্থী বাছাই নিয়ে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক হয়েছে। আজ প্রথম দুই দফায় ৬০ আসনের প্রার্থী ঘোষণা করবে তারা। সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছে শোভন চট্টোপাধ্যায়, সব্যসাচী দত্ত, শুভেন্দ অধিকারী ু, রাজীব বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয় ,প্রিয়াঙ্কা টিবরেওয়াল, রাজু বন্দ্যোপাধ্যায় ,মনোজ টিগ্গা, মিনা দেবী, পুরোহিত সায়ন্তন বসু, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রাহুল সিনহা ।

আবার বাম-কংগ্রেস-আব্বাসের সংযুক্ত মোর্চার প্রার্থী তালিকায় প্রথম দুই দফার ৬০ কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হবে। বামেরা লড়বে ১৬৫ আসনে। কংগ্রেস প্রার্থী পাবে ৯২ আসনে। আইএসএফকে দেওয়া হচ্ছে ৩৭টি আসন।

সূত্র: এনডিটিভি।

Link copied!