জুলাই ২১, ২০২২, ০৬:১৩ এএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, অন্য দেশগুলোর সম্পদ লুট করে পশ্চিমা দেশগুলো আজকের অবস্থানে পৌঁছেছে। তারা বিশ্বের সামনে উন্নয়নের মডেল উপস্থাপন করতে পারে না। পশ্চিমা শব্দটি দিয়ে তিনি ইউরোপ ও আমেরিকাকে বুঝিয়েছেন।
রুশ প্রেসিডেন্ট বুধবার এক ভাষণে আরও বলেছেন, বর্তমান বিশ্বে উন্নয়নের যে মডেল উপস্থাপন করা হয়েছে তা এসেছে পাশ্চাত্যের দেশগুলোর পক্ষ থেকে। আর এই দেশগুলোর উন্নত অবস্থানের পেছনে রয়েছে অন্য দেশগুলোর সম্পদ লুণ্ঠনের ইতিহাস। তারা লুটতরাজের মাধ্যমে আজকের অবস্থান কব্জা করেছে।
পুতিন আরও বলেন, পশ্চিমারা নিজেরা অন্যের সম্পদ লুট করে এখন সেই সম্পদের ওপর দাঁড়িয়ে উন্নয়নের মডেল উপস্থাপন করছে। আগামীর বিশ্বের জন্য তাদের আসলে কোনো মডেল উপস্থাপনের অবস্থা নেই।
রুশ প্রেসিডেন্ট বলেন, বিশ্বের অন্য দেশগুলো উন্নয়নের নতুন মডেল উপস্থাপন করতে পারে বলে ভয়ে রয়েছে পশ্চিমা দেশগুলোর নেতৃস্থানীয় ব্যক্তিত্বরা।
এর আগে পুতিন বলেছিলেন, এক মেরু কেন্দ্রিক বিশ্বের ইতি ঘটেছে। ইউরোপীয় ইউনিয়ন এরিমধ্যে রাজনৈতিক কর্তৃত্ব হারিয়েছে, সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিত্বরা অন্যদের তালে নাচানাচি করছে এবং জনগণের ক্ষতি করছে।