অনাস্থা ভোটে হেরে ইমরান খানের বিদায়ের পর পাকিস্তানে আজ নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে দেশটির জাতীয় পরিষদ অধিবেশন বসছে। সরকারপ্রধান হিসেবে ক্ষমতায় বসতে পাকিস্তান মুসলিম লীগ (এন) সভাপতি শাহবাজ শরিফ এবং ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআিইয়ের সিনিয়র নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি প্রতিদ্বন্ধিতা করছেন। বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাতীয় পরিষদের অধিবেশন বসছে।
পাকিস্তানের জাতীয় পরিষদ সচিবালয়ের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী গণমাধ্যম জিয়ো নিউজের খবরে বলা হয়, নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ১১ এপ্রিল স্থানীয় সময় বেলা ১১টায় অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও পরে সময় পরিবর্তন করে বেলা ২টায় জাতীয় পরিষদের অধিবেশন শুরু হচ্ছে।
এদিকে, এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, সম্মিলিত বিরোধী দলের নেতা শাহবাজ শরিফ সহজেই নতুন প্রধানমন্ত্রী হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ অন্যতম বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও ইমরান খানের ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যাওয়া এমকিউএম শাহবাজ শরিফকে সমর্থন দিচ্ছে। প্রতিপক্ষকে ছাড়া দেওয়া হবে না- এ উদ্দেশ্য সামনে রেখে নিশ্চিত পরাজয়ের মধ্যেও কুরেশিকে প্রার্থী করেছে ইমরানের পিটিআই।
অপরদিকে, তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্লামেন্ট ও প্রাদেশিক বিধান সভাগুলো থেকে একযোগে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে।আজ সোমবারই তারা গণপদত্যাগের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করবে বলে পিটিআইয়ের সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন।
রবিবার এক টুইট বার্তায় ফাওয়াদ বলেন, “পিটিআই পরিষদগুলো থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রক্রিয়া শুরু হবে প্রধানমন্ত্রী নির্বাচনের পর।”
ইমরান খান সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালনকারী শাহবাজ আরও বলেন, “শাহবাজ শরিফ যে দিন অর্থ পাচার মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হলেন, সে দিনই তার প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিযোগিতা করাটা হবে মহা অন্যায় “