পাকিস্তানে জঙ্গিদের বড় ধরণের হামলায় দেশটির সেনাবাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদার এক সেনা কর্মকর্তাসহ ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত রাতে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের খুররাম এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে আরও ১৫ সেনাসদস্য আহত হয়েছেন। এসময় সেনাবাহিনীর গুলিতে ৩ জঙ্গি মারা যায়।
জঙ্গি হামলায় নিহত ওই সেনা কর্মকর্তার নাম ক্যাপ্টেন আব্দুল বাসিত বলে পাকিস্তান সেনাবাহিনী নিশ্চিত করেছে। তবে পাকিস্তান সেনাবাহিনীর ওপর এই হামলায় দায় এখনও কেউ বা কোনো দল স্বীকার করেনি।
পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিস পাবিলিক রিলেশনের (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) উদ্ধৃতি দিয়ে দেশটির টেলিভিশন চ্যানেল জিও টিভির খবরে বলা হয়, খুররাম এলাকায় সম্প্রতি জঙ্গিদের তৎপরতা বেড়ে যাওয়ায় তদের দমনে ক্যাপ্টেন আব্দুল বাসিতকে দায়িত্ব দিয়ে ওই এলাকায় পাঠানো হয়েছিল। মঙ্গলবার রাতে সেনাবাহিনীর টহল চলাকালে হঠাৎ জঙ্গিরা সেনাবাহিনীর সদস্যদের ওপর গুলি চালায়। এতে ক্যাপ্টেন বাসিত মারা যান। হামলার সময় পাল্টা গুলিতে ৩ জঙ্গি মারা গেছে বলেও দাবি করে সেনাবাহিনী।
জিও টিভির খবরে আরও বলা হয়, খুররাম এলাকায় স্থানীয় বাসিন্দাদের ওপরেও জঙ্গিরা হামলা চালায়। ওই এলাকায় টেলি টেলিযোগাযোগে কর্মরত ৬ জনকে জিম্মি করে রেখেছে জিঙ্গিরা।তারা সবাই স্থানীয় জাজ মোবাইল অপারেটরের কর্মী বলে ভারতের জি নিউজের খবরে বলা হয়।