পাকিস্তানে বৃহৎ আন্দোলন শুরুর ঘোষণা ইমরান খানের

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২২, ০১:২১ পিএম

পাকিস্তানে বৃহৎ আন্দোলন শুরুর ঘোষণা ইমরান খানের

সত্যিকারের স্বাধীনতা ও গণতন্ত্র পুনঃরুদ্ধারে সর্বস্তরের জনসাধারণকে প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন পাকিস্তানের সদ্য-সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। লাহোরে নিজ দল তেহরিক-ই-ইনসাফ পার্টির দলীয় সভায় তিনি এ আহবান জানান। লাখো জনতার উপস্থিতিতে দলীয় কর্মীদের এ জনসভায় ইমরান বলেন, বিদেশী চক্রান্তের অংশ হিসেবে তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। পাকিস্তানের নতুন সরকারকে কখনোই মেনে নেবেন না বলে জানান তিনি।

তেহরিক-ই-ইনসাফ পার্টির সমর্থকদের পাশাপাশি পাকিস্তান পিপলস পার্টি-নওয়াজ(পিএমএলএন) ও পাকিস্তান পিপলস পার্টি-পিপিপির যারা পাকিস্তানের গণতন্ত্র রক্ষা করতে চান, তাদের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা করতে প্রস্তুত হতে আহবান জানান ইমরান। তিনি বলেন, আমরা কোন সংঘর্ষে যাব না, তবে বড় ধরণের শান্তিপূর্ণ আন্দোলন করবো। নির্বাচনের তারিখ ঘোষণার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। 

এছাড়া ওই জনসভায় ইমরান খান, সম্প্রতি পাকিস্তানের আলোচিত কূটনৈতিক চিঠির বিষয়ে গণশুনানীর দাবি করেন। অনাস্থা ভোট হওয়ার আগে ওই চিঠির বিষয়ে ইমরান খান অভিযোগ করেছিলেন, যে ইমরানের সরকার হঠাতেই নির্দেশ দেওয়া হয়েছিলো বিদেশ থেকে পাকিস্তান দূতাবাসে পাঠানো ওই চিঠিতে।

Link copied!