পাকিস্তানে শ্রীলঙ্কার নাগরিককে হত্যা: ৬ জনের মৃত্যুদণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৯, ২০২২, ১২:৫২ পিএম

পাকিস্তানে শ্রীলঙ্কার নাগরিককে হত্যা: ৬ জনের মৃত্যুদণ্ড

পাকিস্তানে শ্রীলঙ্কার নাগরিক প্রিয়ান্থা কুমারাকে ধর্ম অবমাননার অভিযোগে হত্যায় জড়িত থাকার দায়ে ছয়জনের মৃত্যুদণ্ড ও ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) সোমবার এ চাঞ্চল্যকর মামলার রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আলী হুসেইন, আবু তালহা, মুহাম্মদ হামির, তাইমুর, আবদুল রেহমান ও মোহাম্মদ আরশাদ।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ৯ জন হলেন রোহাইল আমজাদ, মোহাম্মদ শোয়াইব, এহতিশাম, ইমরান রিয়াজ, সাজিদ আমিন, জাইঘাম মেহদি, আলী হামজা, লোকমান হায়দার ও আবদুল সবুর। আলী আসগর নামের এক আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় খালাস পেয়েছেন এক ব্যক্তি।

৪৮ বছর বয়সী প্রিয়ান্থা ভারতের পাঞ্জাব রাজ্যের শিয়ালকোটের একটি কারখানার ব্যবস্থাপক ছিলেন। গত বছরের ৩ ডিসেম্বর ধর্ম অবমাননার অভিযোগে একদল লোক কারখানায় ঢুকে তাকে বের করে এনে হত্যা করে। গুজব থেকে এ ঘটনার শুরু। গুজব ওঠে, প্রিয়ান্থা ধর্মীয় বাণী লেখা একটি পোস্টার ছিঁড়ে তা ডাস্টবিনে ফেলেছেন। এমন অভিযোগ ওঠার পর লোকজন উত্তেজিত হয়ে হামলা চালান। প্রিয়ান্থাকে পিটিয়ে হত্যার পর তাঁর লাশ পোড়ানো হয়। কয়েক ডজন মানুষকে তার লাশের সঙ্গে ছবি তুলতেও দেখা যায়।

প্রিয়ান্থা কুমারাকে হত্যা মামলায় ৮৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। তাদের মধ্যে ৯ জন কিশোর।

Link copied!