ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৪:০১ পিএম
গত ৭৫ বছরে ২৩ বার আইএমএফের দ্বারস্থ হয়েছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় আর কোনো দেশ এতবার আইএমএফের কাছে হাত পাতেনি। কানে এসেছে পাকিস্তান দেউলিয়া হতে চলেছে। খবরটা ঠিক নয়। খবর হলো, আমরা এমন একটা দেশে বাস করছি, যে দেশ ইতিমধ্যেই দেউলিয়া হয়ে গেছে। নতুন করে দেউলিয়া হওয়ার কিছু নেই। এমনভাবেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী দেশটির অর্থনৈতিক অবস্থা তুলে ধরলেন। বিশেষজ্ঞরা মনে করছেন, তাঁর এই মন্তব্যে দেশটিতে সংকট আরও ঘনীভূত হতে পারে।
দেশটির সিয়ালকোটের একটি কলেজের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে খাজা আসিফ বলেন, দেশের এই পরিস্থিতির জন্য অন্য কেউ দায়ী নয়। দায়ী সরকার, সরকারি আমলা থেকে শুরু করে নেতা-মন্ত্রীরা। সমস্যা আমাদের তৈরি, সমাধান আমাদেরই করতে হবে। এবার নিজেদের পায়ে দাঁড়াতে হবে বলেও উল্লেখ করেন খাজা আসিফ।
তিনি আরও বলেন, আমরা আইএমএফের (আন্তর্জাতিক অর্থ ভান্ডার) সাহায্যের দিকে তাকিয়ে রয়েছি। আন্তর্জাতিক অর্থভান্ডার বা দ্বিতীয় কেউ আমাদের সমস্যার সমাধান করে দিতে পারবে না। দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান এখনো পর্যন্ত ২৩ বার আন্তর্জাতিক অর্থভান্ডারের দ্বারস্থ হয়েছে। দক্ষিণ এশিয়ায় তারাই একমাত্র দেশ যার ৭৫ বছরের মধ্যে এত বার আন্তর্জাতিক অর্থভান্ডারের কাছে হাত পেতেছে। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে।
দেশের বর্তমান পরিস্থিতির জন্য ইমরান খান সরকারকে দুষছেন খাজা আসিফ। তাঁর অভিযোগ, ইমরানের সরকারের আমলেই দেশে ফের সন্ত্রাসবাদের আমদানি হয়েছে। সন্ত্রাসবাদ পাকিস্তানের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। তবে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর পথ রয়েছে পাকিস্তানেই।
এদিকে, বিরোধী পিটিআই (পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ) নেতারা খাজা আসিফের বক্তব্যের এই ভিডিও নিয়ে শাহবাজ শরিফ সরকারকে ধুয়ে দিয়েছেন। গত ১০ মাসে দেশকে শোচনীয় পর্যায়ে নিয়ে গেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার বলে তাদের অভিযোগ।
উল্লেখ্য, বর্তমানে পাকিস্তানে নিত্যপণ্যের দাম লাগামছাড়া। দেশটিতে এক লিটার দুধের দাম ২৫০ রুপি এবং এক কেজি মুরগির মাংস ৭৮০ রুপি।