পিটিআই নিষিদ্ধ হলে অন্য দল গঠন করে নির্বাচনে বিজয়ী হব: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৬, ২০২৩, ০৪:৫৯ পিএম

পিটিআই নিষিদ্ধ হলে অন্য দল গঠন করে নির্বাচনে বিজয়ী হব: ইমরান খান

সংগৃহীত ফাইল ছবি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নিষিদ্ধ করতে সরকার ‘ষড়যন্ত্র’ করছে উল্লেখ করে দলটির চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পিটিআই নিষিদ্ধ করলে আগামী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অন্য রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে বিজয়ী হবেন।   

জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে  পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী একথা বলেন। ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করাই এই সংকটের একমাত্র সমাধান।

একই সুরে কথা বলেছেন দেশিটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, দেশের সংকটময় পরিস্থিতি সৃষ্টির জন্য পিটিআই নিষিদ্ধ করার মতো পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে।

এবিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নিক্কেই এশিয়াকে ইমরান খান বলেন, “যদি পিটিআইকে নিষিদ্ধ করা হয়, তবে নতুন আরেকটি দল গঠন করা হবে। আসন্ন নির্বাচনে অংশ নিয়ে তাতে বিজয়ী হব।”

নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হলে কি করবেন-এমন প্রশ্নের  জবাবে পিটিআই চেয়ারম্যান বলেন, “সরকার যদি আমাকে অযোগ্য ঘোষণা করে জেলে পাঠায় তার পরও আমার দল জয়ী হবে।”

Link copied!