পুতিন জীবিত কি না, নিশ্চিত নন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৩, ০৫:২৪ এএম

পুতিন জীবিত কি না, নিশ্চিত নন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জীবিত থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত নই যে, তিনি আদৌ বেঁচে আছেন কি না।’

বৃহস্পতিবার সকালে সুইজারল্যান্ডের ডাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) মূল অনুষ্ঠানের ফাঁকে এক আয়োজনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলা হয়, দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক অনলাইন বক্তৃতায় জেলেনস্কি বলেন, ‘পুতিন বেঁচে আছেন কি না তা আমি পুরোপুরি বুঝতে পারছি না। তিনিই কি সিদ্ধান্ত নেন, নাকি অন্য কেউ, তা নিয়ে আমার কাছে কোন তথ্য নেই।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমার মাথায় আসে না কীভাবে আপনারা (রাশিয়া) ইউরোপের নেতাদের একটি বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরদিনই ইউক্রেনে পুরোদমে আগ্রাসন শুরু করতে পারেন। আমি আসলে বুঝতেই পারছি না কার সঙ্গে আমরা কাজ করছি। আমরা যখন শান্তি আলোচনার কথা বলি, আমি বুঝি না কার সঙ্গে এই আলোচনা করব।’

এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়া যে জয়ী হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবুর্গে শ্রমিকদের একটি কারখানায় দেয়া ভাষণে পুতিন বলেন, ‘ইউক্রেনে জয় নিশ্চিত, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। রুশ নাগরিকদের সংহতি ও ঐক্য, আমাদের যোদ্ধাদের সাহস ও বীরত্ব এবং অবশ্যই সামরিক শিল্পখাতের পরিশ্রমে জয় নিশ্চিত হবে।’

রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে পুতিন বলেন, ‘আমাদের নির্ভর করার মতো কিছু আছে। জয় যে আমাদের হবে সে বিষয়ে এটি আমাদের অনুপ্রেরণা জোগায়।’

Link copied!