পুতিন-জেলেনস্কি একই সম্মেলনে যোগ দিতে পারেন

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৩০, ২০২২, ০৫:৫৬ এএম

পুতিন-জেলেনস্কি একই সম্মেলনে যোগ দিতে পারেন

আসন্ন জি–২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি উপস্থিত থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। ইন্দোনেশিয়ার বালিতে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যুদ্ধরত দেশ দুটির প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সে এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদোদো বলেন, পুতিন ফোনে তাকে নিশ্চিত করেছেন, তিনি সম্মেলনে যোগ দেবেন। উইদাদো আরও বলেন, ‘আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে জি–২০ সম্মেলনে যোগদানে আমন্ত্রণ জানিয়েছি।’

প্রেসিডেন্ট জেলেনস্কিও এক টুইটে জানিয়েছেন, গত বুধবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদাদোর সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন।

রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর জেলেনস্কি বেশ কয়েকবার পুতিনের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন। তবে মস্কো বারবারই বলছে, চুক্তিপত্রে সই করার সময়ই কেবল ২ নেতার দেখা হতে পারে।

Link copied!