শ্রীলংকায় আবারও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩০, ২০২২, ০৮:৫৮ এএম

শ্রীলংকায় আবারও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ

শ্রীলঙ্কায় আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন দিন দিন বাড়ছে। রবিবার (২৯ মে) পুলিশের সঙ্গে আবারও বিক্ষোভকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী কলম্বো। এ অবস্থার মধ্যেই আন্দোলনকারীদের সরকারি কার্যক্রমে অংশ নেয়ার আহ্বান জানান দেশটির নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে শ্রীলংকায় কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।

এর আগে, বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ঘেরাও করেন আন্দোলনকারীরা। এ সময় রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ। আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে অগ্রসর হতে থাকলে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়। এতেও কাজ না হলে একপার্যায়ে টিয়ারগ্যাস ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

এদিকে, আন্দোলন করে অর্থনৈতিক সংকট মোকাবিলা করা যাবে না উল্লেখ করে আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। এক সাক্ষাৎকারে আন্দোলনরত যুবকদের সরকারি কার্যক্রমে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধান সমস্যা অর্থনীতি। যুবকরা পরিবর্তনের দাবি তুলেছেন। তারা সংস্কার চাচ্ছেন। বর্তমান পরিস্থিতি তারা ভালোভাবে জানেন। বিভিন্ন কমিটিতে যুবকদের অংশগ্রহণের সুযোগ আছে। তারা বিভিন্নভাবে সরকারকে এই জটিল পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতা করতে পারেন।’

শনিবার (২৮ মে) রাতে প্রেসিডেন্ট গোতাবায়ার বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় নিরাপত্তা বাহিনী তাদের বাধা দিলে বাড়তে থাকে উত্তেজনা। 

Link copied!