পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা হতে পারে দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০৪:১০ পিএম

পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা হতে পারে দাবি ইউক্রেনের

পশ্চিমা কয়েকটি দেশ ইউক্রেনকে অত্যাধুনিক যুদ্ধবিমান দেওয়ার ঘোষণার পর দেশটির পূর্বাঞ্চলে নতুন করে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া বলে দাবি করছে ইউক্রেন কর্তৃপক্ষ। অন্যদিকে গত ১০ দিন ধরে রুশ বাহিনী বিমান হামলা জোরদার করেছে। লুহানস্ক অঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি করেছে রাশিয়া।

রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানা যায়।

এদিকে আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সেনা অভিযানের বর্ষপূর্তি হতে যাচ্ছে। এই দিনকে সামনে রেখে দেশটিতে রাশিয়া আরও বড় হামলা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের গভর্নর পাভলো ক্রিলেংকো বৃহস্পতিবার এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, যে কোনো সময় রাশিয়া এ অঞ্চলটির দখল নিতে আবারও ভয়াবহ হামলা শুরু করতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপের বিভিন্ন দেশের কাছে যুদ্ধবিমান চেয়েছিলেন। জেলেনস্কি বলেন, বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় নেতারা আমাকে আশ্বস্ত করেছেন— ইউক্রেনের বিমানবাহিনীকে শক্তিশালী করতে তারা অত্যাধুনিক যুদ্ধবিমান দেবেন। 

Link copied!