পেটে ক্ষুধা নিয়ে ঘুমাতে যাচ্ছে শ্রীলঙ্কার শিশুরা: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৭, ২০২২, ০৮:৪৪ পিএম

পেটে ক্ষুধা নিয়ে ঘুমাতে যাচ্ছে শ্রীলঙ্কার শিশুরা: জাতিসংঘ

পেটে তীব্র ক্ষুধা নিয়ে ঘুমাতে যাচ্ছে শ্রীলঙ্কার শিশুরা। অর্থনৈতিক সংকটে দিশেহারা শ্রীলঙ্কার শিশুরা পেটে ক্ষুধা নিয়ে ঘুমাতে যেতে বাধ্য হচ্ছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ।

স্থানীয় সময় শুক্রবার এমন বক্তব্য আসে ওই বিশ্ব সংস্থাটির পক্ষ থেকে। এ অবস্থা থেকে উত্তরণের তাগিদও দেওয়া হয়েছে। সংস্থাটি সতর্ক করে বলছে, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও একই ধরনের খাদ্যসংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কায় বর্তমানে খাবারের সরবরাহব্যবস্থায় সংকট রয়েছে। ইউনিসেফের দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক জর্জ লরিয়া-আজেই বলেছেন, দেশটির শিশুরা নিয়মিত বিরতিতে খাবার পাচ্ছে না। এর জন্য শিগগিরই তাদের পুষ্টিহীনতা প্রকট হতে পারে। দেশটিতে প্রধান খাদ্যপণ্যের অভাব দিনকে দিন প্রবল হচ্ছে।

ইউনিসেফের দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক আরও বলেন, ‘শ্রীলঙ্কায় শিশুরা ক্ষুধা নিয়ে ঘুমাতে যাচ্ছে। একবার খাওয়ার পর পরবর্তী কোন সময়ে তারা আবার খাবার পাবে, তার কোনো নিশ্চয়তা এখন নেই।’

জর্জ লরিয়া-আজেই বলেন, ‘দক্ষিণ এশিয়াজুড়েই অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে। বাড়ছে মূল্যস্ফীতি। ফলে এই অঞ্চলের শিশুদের জীবন হুমকির মুখে পড়ছে। শ্রীলঙ্কায় যেমনটা দেখা যাচ্ছে, সেটি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের জন্য সতর্কবার্তা।’

শ্রীলঙ্কার অর্থনীতি চলতি বছরে অন্তত ৮ শতাংশ সংকুচিত হবে বলে ধারণা করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। আগামী সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতি রেকর্ড ৬৫ শতাংশে পৌঁছানোর পূর্বাভাসও রয়েছে। দেশটির বৈদেশিক ঋণের পরিমাণ এরই মধ্যে ৫১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

Link copied!