পোপাসনা শহর দখলে নেওয়ার দাবি চেচেন নেতার

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৮, ২০২২, ০৫:৫০ পিএম

পোপাসনা শহর দখলে নেওয়ার দাবি চেচেন নেতার

পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের পোপাসনা শহরের বেশিরভাগ নিয়ন্ত্রণের নেওয়ার দাবি করেছে চেচেন যোদ্ধারা। রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ রবিবার এ দাবি করেন।

রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়,  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ট মিত্র হিসেবে পরিচিত রমজান কাদির দাবি করেছেন, তার সেনারা পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের পোপাসনা শহরের বেশিরভাগ নিয়ন্ত্রণে নিয়েছে।

পুতিনের ‘পাদদেশ সৈনিক’ হিসেবে নিজেকে দাবি করেন কাদিরভ। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এই পোপাসনা শহর নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেন। 

তবে এই চেচেন নেতার দাবির ব্যাপারে জেলেনস্কি প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ গতকাল শনিবার গভীর রাতে বলেন, “শহরটিতে তুমুল  লড়াই অব্যাহত রয়েছে “

চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রধান মিত্র হিসেবে পরিচিত। 

ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতি সাফাই গেয়ে তিনি বলেছিলেন, পুতিনের ইউক্রেনে হামলার এই সিদ্ধান্তের ফলে মস্কোর শত্রুরা রাশিয়ার হামলা চালানোর আগে দুইবার ভাববে। 

কাদিরভের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ থাকলেও  চেচেন যোদ্ধারা কাদিরভের প্রতি খুবই অনুগত।

Link copied!