প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছে উত্তর কোরিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১২, ২০২২, ০৪:২৬ পিএম

প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছে উত্তর কোরিয়া

প্রথম নারী হিসেবে অভিজ্ঞ কূটনীতিক শোয়ে সন-হুইকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ'র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি।

এএফপির প্রতিবেদনে বলা হয়, শোয়ে সন-হুইকে এমন সময় উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, যখন দেশটি একেরপর এক পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার আহ্বানও প্রত্যাখ্যান করেছে।

কেসিএনএ জানায়, ইতোমধ্যে উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন শোয়ে সন-হুই। দেশটির নেতা কিম জং উনের নেতৃত্বে ক্ষমতাসীন দলের এক বৈঠকে তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। শোয়ে সন-হুই উত্তর কোরিয়ার কট্টরপন্থী সাবেক সামরিক কর্মকর্তা রি সন গোওনের স্থলাভিষিক্ত হলেন।

 

Link copied!