প্রথমবারের মতো শুক্রবার কর্মব্যস্ত দিন কাটালো আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৮, ২০২২, ১১:৪৬ পিএম

প্রথমবারের মতো শুক্রবার কর্মব্যস্ত দিন কাটালো আমিরাত

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে এই প্রথমবারের মতো জুমার নামাজের দিনে কর্মব্যস্ত সময় পার করেছে দেশটির জনগণ। এদিন দেশটির কর্মজীবীরা যেমন অফিস করেছেন ঠিক তেমনি  শিক্ষার্থীরাও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করেছে।  

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, সাপ্তাহিক কর্মদিবস ও শুক্রবার জুমার নামাজের সময়সূচি চুড়ান্ত করে আরব আমিরাত  সরকার। শুক্রবার (৮ জানুয়ারি) আমিরাত কেন্দ্রীয় সরকারের মিডিয়া কার্যালয় থেকে প্রকাশিত এক আদেশে বলা হয়, নতুন বছরে দেশজুড়ে সাপ্তাহিক কর্মদিবস হবে সাড়ে ৪ দিন। সাপ্তাহিক ছুটি শুরু হবে শুক্রবার দুপুরের পর থেকে রবিবার পর্যন্ত।

গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাত সরকারি খাতে আকস্মিকভাবে সাপ্তাহিক ছুটি পরিবর্তনের ঘোষণা দেয়। সরকার শুক্রবারের পরিবর্তে শনিবার ও রবিবার ছুটির দিন ঠিক করে দেয়।  

২০০৬ সাল পর্যন্ত দেশটিতে সাপ্তাহিক ছুটির দিন পালন হত বৃহস্পতি ও শুক্রবার।  দেশটিতে জুমা উপলক্ষ্যে শুক্রবার সবসময়ই ছুটির দিন ছিল। 

আন্তর্জাতিক বাণিজ্য সুবিধাজনক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি আমিরাত সরকারের। তবে সমস্যা দেখা দেয় শুক্রবারের জুমার নামাজের সময়সূচি নিয়ে। এই দিনটি কর্মদিবস হিসেবে অন্তর্ভূক্ত হওয়ায় ভোগান্তিতে পড়েন দেশটির মুসলিম জনগণ।

শুক্রবার নতুন সময়সূচি ঘোষণার মধ্যে দিয়ে ওই সমস্যার সমাধানের নির্দেশনা দেয় সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় সরকার।

Link copied!