ইউরোপের দেশ সুইডেনের ইতিহাসে এই প্রথমবারের মতো একজন নারী দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন। সুইডিশ পার্লামেন্টে ৫৪ বছর বয়সী ম্যাগডালেনা অ্যান্ডারসনকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। অ্যান্ডারসন বর্তমানে সুইডেনের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার(২৪ নভেম্বর) পার্লামেন্টে ভোটের সময় বিদায়ী নেতা স্টেফান লোফভেনের উত্তরসূরি হিসেবে ম্যাগডালেনা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
প্রতিবেদনে আরও বলা হয়, পার্লামেন্টর ১১৭ জন সদ্যস্য ম্যাগডালেনার পক্ষে ভোট দিয়েছেন। অপরদিকে, পার্লামেন্টের ১৭৪ সদস্যের ভোট তার বিপক্ষে গেছে। আর ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন পার্লামেন্টের ৫৭ জন সদস্য।
সুইডেনের নির্বাচন পদ্ধতি অনুযায়ী, ম্যাগডালেনার বিপক্ষে যে পরিমাণ ভোট পড়েছে তার চেয়ে পক্ষে পাওয়া ভোট এবং ভোট দেওয়া থেকে বিরত থাকা সদস্যদের মোট যোগফল বেশি। অঅর এ কারণেই তিনিই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। যদিও আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে তার পক্ষে কম ভোট পড়েছে।
চলতি মাসের শেষের দিকে দলটির নেতৃত্বে আসা সুইডেনের এই সোশ্যাল ডেমোক্র্যাট নেতা শুক্রবার (২৬ নভেম্বর) রাজা কার্ল এক্সভিআই গুস্তাফের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।
প্রসঙ্গত, সুইডেনের মধ্য-বামপন্থী প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন গত ১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলে প্রধানমন্ত্রী পদের জন্য দেশটির অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের পথ খুলে যায়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলেছে, সাবেক ইউনিয়ন আলোচক ও সমঝোতাকারী স্টেফান লোফভেন ২০১৪ সাল থেকে গ্রিন পার্টির সঙ্গে সংখ্যালঘু জোটের নেতৃত্ব দিয়ে আসছেন। চলতি বছরের শুরুর দিকে তিনি বলেছিলেন, ২০২২ সালের সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনের আগে পদত্যাগ করবেন।