প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হওয়ার ঘোষণা বাইডেনের

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৬, ২০২৩, ১২:০৫ এএম

প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হওয়ার ঘোষণা বাইডেনের

আসছে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য প্রচারে নামার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জো বাইডেন।

মার্কিন গণমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার এক ভিডিও বার্তায় ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হওয়ার মনোনয়ন পাওয়ার জন্য তিনি আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন।

ওই ভিডিও বার্তায় প্রেসিডেন্ট হিসেবে শুরু করা অসমাপ্ত কাজ শেষ করার জন্য দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করতে পার্টির নেতা-কর্মী ও সমর্থকসহ মার্কিন জনগণের প্রতি আহবান জানান জো বাইডেন।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন জো বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির জনপ্রিয় ‘টুডে’ সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ৮০ বছর বয়সী জো বাইডেন ওই সময় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার আগ্রহ প্রকাশ করেন।

এসময়  বাইডেন বলেন, ‘আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেছি। কিন্তু এখনো এ ঘোষণা দেওয়ার জন্য আমরা প্রস্তুত নই।’ আগামী নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও।”

 

বাইডেনের ওই ইচ্ছা প্রকাশের এক মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ঘোষণা দিলেন।

Link copied!