ফিনল্যান্ড ও সুইডেনকে দ্রুত ন্যাটোতে নেওয়া হবে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৮, ২০২২, ০৭:০২ পিএম

ফিনল্যান্ড ও সুইডেনকে দ্রুত ন্যাটোতে নেওয়া হবে

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উত্তর আটলিান্টিক সামিরক নিরাপত্তা জোট-ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা করছে ফিনল্যান্ড ও সুইডেন। ইউরোপের এ দেশ দুটি ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করলে দ্রুত সময়ের মধ্যে ন্যাটোর সদস্য করা হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।খবর সিএনএন’র।

মার্কিন গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, ন্যাটো সেক্রেটারি বলেন, “আমরা ফিনল্যান্ড-সুইডেনের সঙ্গে আলোচনা করছি। এটি পুরোপুরি তাদের সিদ্ধান্ত। কিন্তু তারা যদি ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করে, ফিনল্যান্ড-সুইডেন আমাদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পাবে। আমি আশা করি সব কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে হবে।”

জেনস স্টলটেনবার্গ আরও বলেন, “বাস্তবতা হলো ফিনল্যান্ড-সুইডেন এমনিতেই ন্যাটোর খুব কাছাকাছি আছে এবং আমরা একসঙ্গে কাজ করি।”

আমরা একসঙ্গে কার্যক্রম চালাই উল্লেখ করে ন্যাটো মহাসচিব আরও বলেন, “যখনই আমরা তাদের যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাব, এটি শক্তিশালী রাজনৈতিক বার্তা দেবে যে, ফিনল্যান্ড ও সুইডেনের নিরাপত্তার বিষয়টি ন্যাটোর সব দেশের কাছে গুরুত্বপূর্ণ।”রাশিয়া ফিনল্যান্ড-সুইডেনকে হুমকি দিয়ে তাদের অধিকার কেড়ে নেওয়ার  চেষ্টা করছে বলেও জানান ন্যাটো সেক্রেটারি জেনারেল।

Link copied!