ফিনল্যান্ডের বিরুদ্ধে শনিবার থেকেই ব্যবস্থা শুরু রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

মে ২১, ২০২২, ১২:২৭ এএম

ফিনল্যান্ডের বিরুদ্ধে শনিবার থেকেই ব্যবস্থা শুরু রাশিয়ার

রাশিয়ার প্রবল আপত্তি সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট-ন্যাটোতে যোগ দিতে আবেদন করার পর ফিনল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে পুতিন প্রশাসন। খবর: গার্ডিয়ান’র।

শুক্রবার ফিনল্যান্ডের রাষ্ট্রীয় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাসাম এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ফিনল্যান্ডে শনিবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে রাশিয়া। 

গত ১২ মে ফিনল্যান্ডের গণমাধ্যম ইলতালেহতি জানিয়েছিল, ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় রাশিয়া ১৩ মে থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে। তবে ওই খবরটিকে ভুয়া বলে অভিহিত করেছিলেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ।এবার সত্যি সত্যিই হেলসিঙ্কির বিরুদ্ধে ব্যবস্থা নিলো মস্কো। তারা ২১ মে থেকে ফিনল্যান্ডে গ্যাস দেওয়া বন্ধ করে দিতে যাচ্ছে। 

গ্যাস বন্ধ করে দেওয়ার বিষয়ে ফিনিশ গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাসাম বলেছে, ২০ মে সন্ধ্যা বেলা গ্যাসপ্রোম জানিয়েছে, গ্যাসামের সঙ্গে চুক্তি অনুযায়ী ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাস সরবরাহের যে চুক্তি ছিল সেটি বাতিল করে দেওয়া হবে এবং গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। 

বিবৃতিতে ফিনিশ গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানটি বলেছে, এখন ফিনল্যান্ডের চাহিদা পূরণে বাল্টিককানেক্টর পাইপলাইনের মাধ্যমে অন্যন্য সূত্র থেকে গ্যাস আনা হবে। তবে ফিনিশ সাধারণ জনগণকে আশ্বস্ত করে গ্যাসাম কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক মাসের জন্য পর্যাপ্ত গ্যাস আছে।

Link copied!