বাখমুত এখন রাশিয়া-ইউক্রেন ভাগে বিভক্ত; একদিনেই ৪০০ সৈন্যের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১২, ২০২৩, ০৭:১১ পিএম

বাখমুত এখন রাশিয়া-ইউক্রেন ভাগে বিভক্ত; একদিনেই ৪০০ সৈন্যের মৃত্যু

ইউক্রেনের দোনবাস অঞ্চলের শহর বাখমুতের পূর্ব অংশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়ার ওয়াগনার গ্রুপ। আর পশ্চিম অংশ এখনো ইউক্রেনের বাহিনীর নিয়ন্ত্রণে। চলছে ভয়াবহ যুদ্ধ। দুটি দেশই দাবি করছে, একদিনে তারা প্রতিপক্ষের কমপক্ষে ২০০ সৈন্যকে হত্যা করতে সক্ষম হয়েছে।

বাখমুত এখন রাশিয়া-ইউক্রেন এই দুই ভাগে বিভক্ত। রুশ সৈন্যদের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়ে যাওয়ার দাবি করছে ইউক্রেনীয় সৈন্যরা। অন্যদিকে রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার হামলা চালাচ্ছে ‍তুমুল গতিতে

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র সেরহি শেরেভাতি বলেন, বিগত ২৪ ঘণ্টার যুদ্ধে অন্তত ২২১ জন রুশপন্থী সেনা নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরও অন্তত ৩ শতাধিক সেনা। 

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, একই সময়ে রুশপন্থী সেনাদের হাতে অন্তত ২১০ জন ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছে। তবে মস্কো ক্ষয়-ক্ষতি এবং আহতদের সংখ্যার বিষয়ে নির্দিষ্ট করে কোনো তথ্য দেয়নি।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, বাখমুত হত্যা অঞ্চলে পরিণত হয়েছে। ইউক্রেনের সেনারা পশ্চিম দিক দখলে রাখলেও ওয়াগনার বাহিনী অগ্রসর হওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদন থেকে জানা যায়, রুশ সৈন্যরা উত্তর ও দক্ষিণ দিক থেকে ইউক্রেনের বাহিনীকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের বাহিনী এবং তাদের পশ্চিমের সরবরাহ লাইনগুলো রুশ বাহিনীর এই চেষ্টার জন্য এখনো ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে।

 

Link copied!