বাখমুত দখলে নেওয়ার কাছাকাছি রুশ বাহিনী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৪, ২০২৩, ১০:৫১ এএম

বাখমুত দখলে নেওয়ার কাছাকাছি রুশ বাহিনী

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূণ শহর বাখমুত দখলে নেওয়ার খুব কাছাকাছি অবস্থানে চলে গেছে রুশ বাহিনী। বাখমুতের সঙ্গে সংযুক্ত গুরুত্বপূর্ণ ব্রিজটি উড়িয়ে দেওয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পথে এগিয়ে গেছে পুতিন বাহিনী।

বাখমুতের নিয়ন্ত্রণ নিয়ে ভয়াবহ লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনী। শহরটির নিয়ন্ত্রণ নিতে বিরতিহীন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। অন্যদিকে নিয়ন্ত্রণ ধরে রাখতে অতিরিক্ত বাহিনী পাঠিয়ে কঠিন প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ইউক্রেন।

মার্কিন গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়,ইউক্রেনের পূর্ব অঞ্চলের গ্রুপ কমান্ডার কর্নেল জেনারেল ওলেকসান্ডার সিরিস্কি বলেন, ইউক্রেনের সেনাবাহিনী বলেছেন, “বাখমুতদখলের জন্য রাশিয়া এখানে তাদের সবথেকে দক্ষ ইউনিট মোতায়েন করেছে। শহরের ভেতর এবং চারপাশে ব্যাপক লড়াই চলছে।”

প্রসঙ্গত, বাখমুতে রুশ বাহিনীর হামলার নেতৃত্বে রয়েছে ভাড়াটে যোদ্ধাদের সংগঠন ওয়াগনার। সংগঠনটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেন, “ তার যোদ্ধারা বাখমুত ঘিরে ফেলেছে। দোনেৎস্কের এই শহর থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহারে জেলেনস্কিকে নির্দেশ দিতে বলেন তিনি।

বাখমুত দখল করতে পারলে রাশিয়ার সেনা বাহিনীর জন্য দোনেৎস্ক অঞ্চলের অবশিষ্ট দুটি শহর ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্ক নিয়ন্ত্রণের পথ উন্মুক্ত হবে বলে বিশ্লেষকদের ধারণা।

Link copied!