বাখমুতে ৫ মাসে ২০ হাজারের বেশি রুশ সেনা নিহত, জানাল হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

মে ২, ২০২৩, ০৪:৪৮ পিএম

বাখমুতে ৫ মাসে ২০ হাজারের বেশি রুশ সেনা নিহত, জানাল হোয়াইট হাউস

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের শিল্প শহর বাখমুতে গত পাঁচ মাসের যুদ্ধে রাশিয়ার ২০ হাজারের বেশি সৈন্য নিহত হয়েছে। এসব সেনাদের বেশিরভাগই ভাড়াটে যোদ্ধাদল ওয়াগনার গ্রুপের সদস্য। এছাড়া, যুদ্ধে আরও ৮০ হাজার রুশ সেনা আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১ এপ্রিল) গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। তবে গোয়েন্দারা কিসের ভিত্তিতে রুশ সেনাদের হতাহতের এ সংখ্যা জানালেন তার কোনো ব্যাখ্যা তিনি দেননি। অন্যদিকে, ইউক্রেনের হতাহত সেনাদের সংখ্যার বিষয়ে তিনি কিছু বলেননি।

ইউক্রেন যুদ্ধে রাশিয়া বাস্তবে কোনো কৌশলগত জয় লাভ করতে পারেনি উল্লেখ করে জন কিরবি বলেন, “তারা নির্দিষ্ট কোনো অঞ্চলও নিজেদের করায়ত্তে নিতে পারেনি। বাখমুত নিয়ন্ত্রণের মধ্য দিয়ে তাদের ডনবাস দখলের চেষ্টাও ব্যর্থ হয়েছে।”

তবে হোয়াইটা হাউসের দেওয়া এ তথ্যের সত্যতা যাচাইয়ে মস্কোর কোনো মন্তব্যও পাওয়া যায়নি।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ছোট্ট শহর বাখমুতের বেশিরভাগ এলাকা রুশ সৈন্যদের নিয়ন্ত্রণে রয়েছে। ছোট্ট একটা অংশ ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকাটি দখল করতে রুশ বাহিনী সম্প্রতি হামলা আরও জোরদার করছে।

Link copied!