বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৫, ২০২৩, ০৬:১৯ পিএম

বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির মৃতদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসের একটি হ্রদ থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চি টাফারি ক্যাম্পবেলের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, গতকাল সোমবার তাঁর লাশ উদ্ধার করা হয়। 

স্থানীয় সময় গত রবিবার রাতে প্যাডল বোর্ডিং করতে গিয়ে এডগারটাউনের গ্রেট পন্ড নামে একটি হ্রদে তিনি নিখোঁজ হন। ওই হ্রদের পাশে ওবামার মালিকানাধীন একটি বাড়ি রয়েছে।

গতকাল সোমবার ওবামা ও মিশেল ওবামা এক যৌথ বিবৃতিতে জানান, হোয়াইট হাউসে টাফারি বাবুর্চি হিসেবে কাজ করতেন। ২০১৬ সালে দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর তিনি ওবামার পরিবারের সাথে চলে আসেন।

বিবৃতিতে বলা হয়, ‘টাফারি আমাদের পরিবারের প্রিয়পাত্র ছিলেন। তিনি ছিলেন সৃজনশীল এবং খাদ্য সম্পর্কে উৎসাহী ছিলেন। আমরা তাঁকে একজন উষ্ণ, মজাদার, অসাধারণ সদয় ব্যক্তি হিসেবে জেনেছি। তিনি আমাদের সবার জীবনকে খানিকটা আলোকিত করে তুলেছিলেন।’

স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার নিখোঁজের পর থেকেই ডুবুরিরা টাফারিকে উদ্ধারে কাজ শুরু করেন। পুলিশের কাছে খবর আসে, একজন পুরুষ প্যাডল বোর্ডার পানিতে তলিয়ে গেছেন। তিনি আর ভেসে ওঠেননি। 

ম্যাসাচুয়েটস স্টেট পুলিশ জানিয়েছে, টাফারি ভার্জিনিয়ার ডামফায়ারের বাসিন্দা ছিলেন। তিনি এখানে বেড়াতে এসেছিলেন। ঘটনার সময় ওবামা ওই বাড়িতে উপস্থিত ছিলেন না। তাঁর মৃত্যুর ঘটনা তদন্ত করছে পুলিশ।

নিহত টাফারির স্ত্রী ও যমজ ছেলে রয়েছে।

Link copied!