এপ্রিল ১৮, ২০২২, ০২:১৯ পিএম
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে দেশটিতে। বিরোধীদের দাবি, গোতাবায়া জনগণের সমর্থন হারিয়েছেন তাই তার পদত্যাগ করা উচিত। কিন্তু এ দাবি প্রত্যাখ্যান করেছেন তিনি। বিক্ষোভের মধ্যেই এবার মন্ত্রিসভায় ১৭ জনকে নিয়োগ দিয়েছেন গোতাবায়া রাজাপাকসে।
নতুন সদস্যরা সোমবার শপথ নিতে পারেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
এ পরিস্থিতিতে মন্ত্রিসভায় নতুন সদস্য নিয়োগের অর্থ হলো— বিক্ষোভের মুখে গোতাবায়া কোনোমতে মাথা নত করবেন না।
বিদ্যুৎ, খাবার, ওষুধ ও জ্বালানির সংকটের কারণে শ্রীলঙ্কায় জনগণের ক্ষোভ নতুন উচ্চতায় পৌঁছেছে।
গত সপ্তাহে দেশটি জানিয়েছে, অস্থায়ীভাবে বিদেশি ঋণ শোধ করার ক্ষমতা এখন তার নেই। দেশটির শেয়ারবাজারে এক সপ্তাহের জন্য লেনদেন স্থগিত করা হয়েছে।
এর মধ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে এপ্রিলের শুরুতে বিক্ষোভ শুরু হয় দেশটিতে।