পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি, নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ‘সোনার বাংলা সঙ্কল্প পত্র’ শিরোনামের ইস্তাহার প্রকাশ করে পদ্মশিবির। বিজেপির দাবী,তাদের ইশতেহারে বাংলার উন্নয়নের বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।
নির্বাচনী ইশতেহারে পশ্চিমবঙ্গের ব্যাপক উন্নয়নের পাশাপাশি রেশনে ১ রুপিতে গম, ৩ রুপিতে লবণ এবং ৫ রুপিতে চিনি দেয়ার ঘোষণা দিয়েছে অমিত শাহের দল। দেয়া হয়েছে প্রতিটি পরিবারের অন্তত একজনের চাকরির প্রতিশ্রুতিও। পাশাপাশি রয়েছে তরুণদের দক্ষতা অর্জনের জন্য ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপনের ঘোষণা।
ইশতেহার প্রকাশের আগে বিজেপি সভাপতি বলেন, ‘অনেক বছর ধরেই ইশতেহার কেবলই ফাঁপা একটা কাগজ। কিন্তু বিজেপি সরকার গড়ার পরেই এর বাস্তবায়ন হয়েছে। এজন্যই আমরা নাম দিয়েছি সংকল্প পত্র। কারণ আমাদের সংকল্প বাংলাকে সোনার বাংলা গড়ব। এটা প্রকাশের আগে রাজ্যের নানা প্রান্তের মানুষের মতামত গ্রহণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সোনার বাংলা কোনো অলীক কল্পনা নয়। অতীতে বাংলা সারা ভারতের থেকে এগিয়ে থাকত। বাংলা থেকেই স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে। কিন্তু এখন বাংলা পিছিয়ে গেছে। মমতা দিদির শাসনের পরিণাম এটা।’
রেশনে স্বল্পমূল্যে নিত্যপণ্য দেয়ার প্রতিশ্রুতির পাশাপাশি নির্বাচনী ইশতেহারে পশ্চিমবঙ্গের নারীদের জন্যও বেশকিছু উল্লেখযোগ্য পদক্ষেপের ঘোষণা দিয়েছে বিজেপি। তার মধ্যে রয়েছে- নারী পুলিশ ব্যাটালিয়ন গঠন, নারীদের জন্য থানায় বিশেষ বুথ, এককালীন ঋণ, বিধবা ভাতা বৃদ্ধি, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডর মেশিন স্থাপন ইত্যাদি। এছাড়াও রয়েছে ভারতের সরকারি ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করে অধ্যাদেশ জারি।
সূত্র: আনন্দবাজার।