বিলাওয়ালকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানালেন ব্লিঙ্কেন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২২, ০৫:৪০ পিএম

বিলাওয়ালকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানালেন ব্লিঙ্কেন

পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। খবর জিও নিউজের। 

ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর সঙ্গে প্রথমবারের মতো ফোনালাপ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ফোনালাপে আসছে ১৮ মে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্মেলনে পাকিস্তানের নতুন এই পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান অ্যান্টনি ব্লিঙ্কেন।

জিও নিউজের খবরে বলা হয়, ফোনালাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় বিলাওয়াল ভুট্টোকে অভিনন্দন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তাছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে এক সঙ্গে কাজ করারও আশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, গত মাসে শাহবাজ শরিফের মন্ত্রিসভা শপথ নেওয়ার সময় বিলাওয়াল সেখানে উপস্থিত থাকলেও শপথ নেননি। ফলে বিলাওয়ালের মন্ত্রী হিসেবে শপথ নেওয়া নিয়ে সংশয় দেখা দেয়।

পরে লন্ডনে ক্ষমতাসীন জোট সরকারের প্রধান রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লিগের (এন)শীর্ষ নেতা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেন বিলাওয়াল। ওই বৈঠকে শাহবাজ শরিফের ফেডারেল সরকারে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) প্রথান বিলাওয়ালের যোগ দেওয়া নিয়ে যে সংশয় ছিল সেটি কেটে যায়। এরপরই দেশে ফিরে শপথ নেন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি।

 

Link copied!