বিশ্ববিদ্যালয় খুলেছে আফগানিস্তানে, ক্লাসে ফিরেছেন নারীরা

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২২, ১২:৪৯ এএম

বিশ্ববিদ্যালয় খুলেছে আফগানিস্তানে, ক্লাসে ফিরেছেন নারীরা

আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। বোরকা পরে অনেকদিন পর আফগানিস্তানের লাঘমান, নানগারহার, কানদাহার, নিমরোজ,ফারাহ প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস করেছেন নারীরা। আরও কয়েকটি প্রদেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি চলছে।

১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় এসে নারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে নিষেধাজ্ঞা দেওয়া তালেবান গত আগস্টে ক্ষমতা আসে। আশংকা করা হচ্ছিল আবারো নারীদের শিক্ষায় বাধা দিতে পারে কট্টরপন্থীরা।

ক্লাস চালু হলেও আবারো বন্ধ হওয়ার আশংকায় রয়েছেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত কোন দেশের স্বীকৃতি আদায়ে ব্যর্থ তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার এ সিদ্ধান্ত ভূমিকা রাখতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয় খুললেও আলাদা বসতে হবে ছেলে-মেয়েদের। সরকারী চাকুরীতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞাসহ নারীদের জন্য বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে দেশটিতে। মার্চের শেষ নাগাদ গার্লস স্কুলগুলো খুলে দেয়ার চিন্তাভাবনা আছে তালেবান সরকারের।

Link copied!