বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে হত্যার চেষ্টা হচ্ছে, আদালতে ইমরান খান

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১০, ২০২৩, ০৮:৪১ পিএম

বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে হত্যার চেষ্টা হচ্ছে, আদালতে ইমরান খান

বিষাক্ত ইঞ্জেকশন প্রয়োগ করে তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান।

মঙ্গলবার গ্রেফতার হওয়ার বুধবার (১০ মে) আদালতে হাজির করলে আদালতকে ইমরান খান বলেন, গ্রেফতারের পর হেফাজতে থাকাকালে তার উপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে।

আদালতে ইমরান খান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাকে একবারও শৌচাগারে যেতে দেয়া হয়নি। মনে হচ্ছে আমারও মাকসুদ চাপরাশির মতোই হাল হবে। মাকসুদকে একটা বিশেষ ধরনের ইঞ্জেকশন দেওয়ার ফলে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। শেষে হৃদরোগে মৃত্যু হয় তাঁর। আমারও মনে হয়, একই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”

বুধবার ইমরান খানকে আদালতে হাজির করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) ১৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে শুনানি শেষে  অ্যাকাউন্টেবিলিটি আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে ইমরান খান বলেছেন, তার ব্যক্তিগত চিকিৎসককে যেন হেফাজতে যাতায়াত করার অনুমতি দেওয়া হয়। তবে ইমরানের এই আবেদন গ্রাহ্য হয়েছে কিনা, তা জানা যায়নি।

Link copied!