বুধবার শ্রীলংকা পাচ্ছে নতুন প্রেসিডেন্ট

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৯, ২০২২, ০৪:৪৬ পিএম

বুধবার শ্রীলংকা পাচ্ছে নতুন প্রেসিডেন্ট

গণ আন্দোলনের মুখে গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করার পর বুধবার (২০ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে  শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালনকরা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেসহ তিনজন।

প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে অন্যরা হলেন-দিসানায়কা এবং দুল্লাস আল্লাপ্পেরুমা।

মঙ্গলবার প্রকাশিত শ্রীলংকার সংবাদ মাধ্যম ডেইলি মিররের এক  প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, এর আগে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়নপত্র আহ্বান করে পার্লামেন্ট। এ সময় নিজ নিজ দলের পক্ষ থেকে রনিল বিক্রমাসিংহে, দুল্লাস আলহাপেরুমা এবং অনুরা কুমারা দিসানায়েকার নাম প্রস্তাব করা হয়। 

জানা গেছে, পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা প্রেসিডেন্ট পদের জন্য দুল্লাস আলাহাপেরুমার নাম প্রস্তাব করেন। এতে এমপি জিএল পিরিস সমর্থন করেন।

হাউস লিডার দীনেশ গুনাবর্র্দেনা প্রেসিডেন্ট পদের জন্য রনিল বিক্রমাসিংহের নাম প্রস্তাব করেন। তাতে সমর্থন জানান মানুষা নানায়াক্কারা নামের অপর এক এমপি। 

ন্যাশনাল পিপলস পাওয়ার দল থেকে এমপি বিজিতা হেরাথ প্রেসিডেন্ট পদের জন্য অনুরা কুমারা দিসানায়কার নাম প্রস্তাব করেন। এমপি হরিণী অমরাসুরিয়া তার নাম সমর্থন করেছিলেন।

প্রসঙ্গত, ১৯৪৮ সালে ব্রিটেন থেকে স্বাধীন হওয়ার পর সবচেয়ে কষ্টদায়ক অর্থনৈতিক দুরবস্থায় পড়েছে শ্রীলংকা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। একই সঙ্গে দ্রব্যমূল্য ব্যাপকভাবে বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কায় গোতাবায়া রাজাপাকসের গঠন করা সরকার পতনের আন্দোলন শুরু হয়। আন্দোলন সহিংসতার পর্যায়ে পৌঁছালে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। 

কিন্তু আন্দোলনকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে থাকেন। গত ৯ জুলাই আন্দোলনকারীরা প্রেসিডেন্টে ও প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা চালায়। ওইসময় গোতাবায়া রাজাপাকসে প্রেসিডেন্ট বাসভবন থেকে পালিয়ে নৌবাহিনীর একটি ঘাঁটিতে আশ্রয় নেন। পরে গত ১২ জুলাই শ্রীলঙ্কার একটি সামরিক বিমানে পরিবার নিয়ে মালদ্বীপে পালিয়ে যান তিনি। মালদ্বীপের জনগণ ও দেশটিতে থাকা প্রবাসী শ্রীলংকানরা গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে অবস্থান নিলে তিনি পরে সিংগাপুর চলে যান।

Link copied!